০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যাকসিনের গতি এত ধীর কেন, কেন্দ্র ও রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার
  • / 91

পুবের কলম প্রতিবেদকঃ কোভ্যাক্সিন নিয়ে কেন্দ্র ও রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। কোভিড নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। এদিন সেই সমস্ত মামলাগুলি একযোগে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে শুনানি হয়।

আরও পড়ুন: রাজনৈতিক দলগুলিকে অনুদান নিয়ে জনস্বার্থ মামলা, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টে কোভিড সংক্রান্ত রিপোর্ট পেশ করেছিল রাজ্য সরকার। মূলত সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই এদিন মামলার শুনানি হয়। রাজ্যে ভ্যাকসিনের গতি ধীর কেন তা নিয়ে রাজ্যের কাছে এদিন জানতে চায় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: সব বেসরকারি কর্মীর জন্য একক সামাজিক সুরক্ষা নম্বর আনছে কেন্দ্র

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, কেন্দ্রের তরফে পর্যাপ্ত কোভ্যাক্সিন না পাঠানোর কারণে তা সম্ভব হচ্ছে না। এই নিয়ে কেন্দ্র যাতে রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন পাঠায় তা নিয়ে কেন্দ্র সরকারের কাছে নির্দেশ দেওয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আর্জি জানান অ্যাডভোকেট জেনারেল।

আরও পড়ুন: আদানি-এলআইসি ইস্যুতে বিরোধীদের তোপে কেন্দ্র

অন্যদিকে স্পুটনিক নিয়ে কেন্দ্রের কাছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চাইলে কেন্দ্রের তরফে জানানো হয় যে স্পুটনিক বিনামূল্যে দেওয়া সম্ভব নয়। এর দাম ৯৯৯ টাকা। যদিও আইনজীবীদের বক্তব্য– দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। ফলে এনিয়ে নীতি কি হবে সেবিষয়ে কেন্দ্রকে জানাতে বলেছে কলকাতা হাইকোর্ট।

একইসঙ্গে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের কি নীতি রয়েছে সেবিষয়েও কেন্দ্রকে জানাতে হবে। এছাড়াও ভ্যাকসিন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চায় কলকাতা হাইকোর্ট। ভ্যাকসিন সরবরাহ কতটা হচ্ছে  যাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে কেন্দ্রীয় পোটার্লে তার কোনও স্টাটিস্টিক রয়েছে কি না বা কারা ভ্যাকসিন পেলেন না কারা পেলেন সেই বিষয়ে কোনও তথ্য কেন্দ্রের কাছে রয়েছে কি না তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভ্যাকসিনের গতি এত ধীর কেন, কেন্দ্র ও রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ কোভ্যাক্সিন নিয়ে কেন্দ্র ও রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। কোভিড নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। এদিন সেই সমস্ত মামলাগুলি একযোগে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে শুনানি হয়।

আরও পড়ুন: রাজনৈতিক দলগুলিকে অনুদান নিয়ে জনস্বার্থ মামলা, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টে কোভিড সংক্রান্ত রিপোর্ট পেশ করেছিল রাজ্য সরকার। মূলত সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই এদিন মামলার শুনানি হয়। রাজ্যে ভ্যাকসিনের গতি ধীর কেন তা নিয়ে রাজ্যের কাছে এদিন জানতে চায় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: সব বেসরকারি কর্মীর জন্য একক সামাজিক সুরক্ষা নম্বর আনছে কেন্দ্র

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, কেন্দ্রের তরফে পর্যাপ্ত কোভ্যাক্সিন না পাঠানোর কারণে তা সম্ভব হচ্ছে না। এই নিয়ে কেন্দ্র যাতে রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন পাঠায় তা নিয়ে কেন্দ্র সরকারের কাছে নির্দেশ দেওয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আর্জি জানান অ্যাডভোকেট জেনারেল।

আরও পড়ুন: আদানি-এলআইসি ইস্যুতে বিরোধীদের তোপে কেন্দ্র

অন্যদিকে স্পুটনিক নিয়ে কেন্দ্রের কাছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চাইলে কেন্দ্রের তরফে জানানো হয় যে স্পুটনিক বিনামূল্যে দেওয়া সম্ভব নয়। এর দাম ৯৯৯ টাকা। যদিও আইনজীবীদের বক্তব্য– দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। ফলে এনিয়ে নীতি কি হবে সেবিষয়ে কেন্দ্রকে জানাতে বলেছে কলকাতা হাইকোর্ট।

একইসঙ্গে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের কি নীতি রয়েছে সেবিষয়েও কেন্দ্রকে জানাতে হবে। এছাড়াও ভ্যাকসিন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চায় কলকাতা হাইকোর্ট। ভ্যাকসিন সরবরাহ কতটা হচ্ছে  যাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে কেন্দ্রীয় পোটার্লে তার কোনও স্টাটিস্টিক রয়েছে কি না বা কারা ভ্যাকসিন পেলেন না কারা পেলেন সেই বিষয়ে কোনও তথ্য কেন্দ্রের কাছে রয়েছে কি না তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।