২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুঘল গার্ডেনের নাম পরিবর্তন কী পেট্রোল ডিজেলের দাম কমিয়ে আনবে, প্রশ্ন মিমের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 109

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির মুঘল গার্ডেনের নতুন নামকরণ নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন আইএমআইএম নেতা ওয়ারিস পাঠান। তিনি বলেছেন, কেন্দ্র সরকার নাম পরিবর্তনের মতো প্রকল্প হাতে নিয়ে  আসল বিষয় থেকে মনোযোগ সরাতে  ‘নামকরণের রাজনীতি’ করছে।’

কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেছেন, মুঘল গার্ডেন ও টিপু সুলতান গার্ডেনের নাম পরিবর্তন করলে দেশের উন্নয়ন হবে? বেকারত্বের অবসান হবে? পেট্রোল-ডিজেলের দাম কী কমবে?

আরও পড়ুন: বিহারে এনডিএ-কে হারাতে ‘ইন্ডিয়া’-র সঙ্গে আলোচনা মীমের, জানালেন আসাদউদ্দিন ওয়েইসি

উল্লেখ্য, দিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনের ‘মুঘল গার্ডেন’-এর নাম পরিবর্তন করে  ‘অমৃত উদ্যান’রেখেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। মুঘল গার্ডেনের নাম পরিবর্তন নিয়ে বিরোধীরা সমালোচনায় সোচ্চার হয়েছে। মহারাষ্ট্রের মুম্বইয়ের মালাদে একইভাবে টিপু সুলতান গার্ডেনের নাম পরিবর্তন করেছে বিজেপি সরকার। ‘মিম’ নেতা ওয়ারিস পাঠান সম্প্রতি টিপু সুলতানকে মহান বলে বর্ণনা করেছিলেন এবং টিপু সুলতান গার্ডেনের নাম পরিবর্তনের জন্য তিনি মহারাষ্ট্রের বিজেপি সরকারকেও নিশানা করেছেন।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, মধ্যবিত্তকে জাঁতাকলে মারতে চাইছে কেন্দ্র তোপ বিরোধী দলনেতার

মুঘল গার্ডেনের নাম পরিবর্তনের বিষয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসের  নেতা রশিদ আলভি বলেন, ‘এটা বিজেপি সরকারের অভ্যাস, এরা শহর ও রাস্তার নাম পরিবর্তন করে দেয়। এবার উদ্যানের নামও পরিবর্তন করে দিয়েছে। আমি এর নিন্দা করছি। অন্য কারও তৈরি করা কোনও কিছুর নাম পরিবর্তন করার অধিকার তাদের নেই। এটাকে উন্নয়ন বলা যায় না। সরকার এখন বিবেকহীন মানুষের হাতে চলে এসেছে।’

আরও পড়ুন: যে কারণে ভিন্ন ধর্মের হয়েও প্রতিবছর রোজায় ইফতার করে মিম

বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা রশিদ আলভি আরও বলেন, ‘আপনারা গার্ডেন তৈরি করে তার নাম দিন।’

মাওলানা সাজিদ রশিদ মুঘল গার্ডেনের নাম পরিবর্তনের বিরোধিতা করেছেন। সাজিদ রশিদ মুঘল গার্ডেনের নাম পরিবর্তনকে হিন্দুদের খুশি করার সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। সাজিদ রশিদ বলেন, ‘হিন্দুদের খুশি করার জন্য মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে অনেক সড়ক, স্টেশন এমনকি শহরের নাম পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। সেগুলোর পুরনো নামের সঙ্গে জড়িয়ে ছিল মুঘল আমল।

প্রদেশের  ‘মুঘলসরাই স্টেশন’ এর নাম পরিবর্তন করে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। দিল্লির রাজপথের নাম হয়েছে ‘কর্তব্যপথ।  ইলাহাবাদের নাম হয়েছে ‘প্রয়াগরাজ’।  এ সব নিয়ে কেন্দ্রীয় সরকার সমালোচনার মুখে পডলেও তাদের কোন হেলদোল নেই,এবার ফের মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করা  হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপ প্রেসসচিব নবিকা গুপ্ত বলেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। তার সঙ্গে মিলিয়েই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের বাগানকে ‘অমৃত উদ্যান’ নাম দিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুঘল গার্ডেনের নাম পরিবর্তন কী পেট্রোল ডিজেলের দাম কমিয়ে আনবে, প্রশ্ন মিমের

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির মুঘল গার্ডেনের নতুন নামকরণ নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন আইএমআইএম নেতা ওয়ারিস পাঠান। তিনি বলেছেন, কেন্দ্র সরকার নাম পরিবর্তনের মতো প্রকল্প হাতে নিয়ে  আসল বিষয় থেকে মনোযোগ সরাতে  ‘নামকরণের রাজনীতি’ করছে।’

কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেছেন, মুঘল গার্ডেন ও টিপু সুলতান গার্ডেনের নাম পরিবর্তন করলে দেশের উন্নয়ন হবে? বেকারত্বের অবসান হবে? পেট্রোল-ডিজেলের দাম কী কমবে?

আরও পড়ুন: বিহারে এনডিএ-কে হারাতে ‘ইন্ডিয়া’-র সঙ্গে আলোচনা মীমের, জানালেন আসাদউদ্দিন ওয়েইসি

উল্লেখ্য, দিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনের ‘মুঘল গার্ডেন’-এর নাম পরিবর্তন করে  ‘অমৃত উদ্যান’রেখেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। মুঘল গার্ডেনের নাম পরিবর্তন নিয়ে বিরোধীরা সমালোচনায় সোচ্চার হয়েছে। মহারাষ্ট্রের মুম্বইয়ের মালাদে একইভাবে টিপু সুলতান গার্ডেনের নাম পরিবর্তন করেছে বিজেপি সরকার। ‘মিম’ নেতা ওয়ারিস পাঠান সম্প্রতি টিপু সুলতানকে মহান বলে বর্ণনা করেছিলেন এবং টিপু সুলতান গার্ডেনের নাম পরিবর্তনের জন্য তিনি মহারাষ্ট্রের বিজেপি সরকারকেও নিশানা করেছেন।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, মধ্যবিত্তকে জাঁতাকলে মারতে চাইছে কেন্দ্র তোপ বিরোধী দলনেতার

মুঘল গার্ডেনের নাম পরিবর্তনের বিষয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসের  নেতা রশিদ আলভি বলেন, ‘এটা বিজেপি সরকারের অভ্যাস, এরা শহর ও রাস্তার নাম পরিবর্তন করে দেয়। এবার উদ্যানের নামও পরিবর্তন করে দিয়েছে। আমি এর নিন্দা করছি। অন্য কারও তৈরি করা কোনও কিছুর নাম পরিবর্তন করার অধিকার তাদের নেই। এটাকে উন্নয়ন বলা যায় না। সরকার এখন বিবেকহীন মানুষের হাতে চলে এসেছে।’

আরও পড়ুন: যে কারণে ভিন্ন ধর্মের হয়েও প্রতিবছর রোজায় ইফতার করে মিম

বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা রশিদ আলভি আরও বলেন, ‘আপনারা গার্ডেন তৈরি করে তার নাম দিন।’

মাওলানা সাজিদ রশিদ মুঘল গার্ডেনের নাম পরিবর্তনের বিরোধিতা করেছেন। সাজিদ রশিদ মুঘল গার্ডেনের নাম পরিবর্তনকে হিন্দুদের খুশি করার সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। সাজিদ রশিদ বলেন, ‘হিন্দুদের খুশি করার জন্য মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে অনেক সড়ক, স্টেশন এমনকি শহরের নাম পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। সেগুলোর পুরনো নামের সঙ্গে জড়িয়ে ছিল মুঘল আমল।

প্রদেশের  ‘মুঘলসরাই স্টেশন’ এর নাম পরিবর্তন করে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। দিল্লির রাজপথের নাম হয়েছে ‘কর্তব্যপথ।  ইলাহাবাদের নাম হয়েছে ‘প্রয়াগরাজ’।  এ সব নিয়ে কেন্দ্রীয় সরকার সমালোচনার মুখে পডলেও তাদের কোন হেলদোল নেই,এবার ফের মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করা  হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপ প্রেসসচিব নবিকা গুপ্ত বলেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। তার সঙ্গে মিলিয়েই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের বাগানকে ‘অমৃত উদ্যান’ নাম দিয়েছেন।