০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
উত্তরবঙ্গের নেতাদের উদ্দ্যেশে বার্তা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের

অসম সরকারের এনআরসির কোনও নোটিস গ্রহণ করবেন না : অভিষেক

ইমামা খাতুন
  • আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 13

পুবের কলম প্রতিবেদক : আগামী বছর অর্থাৎ ২০২৬ এ রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ক্রমশ পারদ বাড়ছে। কেন্দ্রের শাসকদল বিজেপি বাংলায় ক্ষমতা দখলের জন্য নানাভাবে বাংলা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে । একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ,অন্যদিকে বাংলা ভাষা নিয়ে সন্ত্রাস শুরু করেছে।

এর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় । আবার দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বেশ কিছু মানুষকে এনআরসির নোটিশ ধরিয়ে দিচ্ছে অসম সরকার। এই পরিস্থিতিতে সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। কলকাতার ক্যামাক স্ট্রিটের বৈঠক থেকে তার সাফ নির্দেশ, ‘অসম সরকার নোটিস পাঠালে কেউ গ্রহণ করবেন না, কেউ যাবেন না।’

আরও পড়ুন: এনআরসি নোটিশ এবার বক্সিরহাটের দীপঙ্কর সরকারকে

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের মতো করে জমি শক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। সোমবার দুপুরে ক্যামাক স্ট্রিটে কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। জানা গিয়েছে, সেখানে ব্লক স্তরে বেশ কিছু রদবদলের পরামর্শ দেওয়া হয়েছে। যা ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিনের বৈঠকে ‘আমাদের পাড়া, আমাদের কর্মসূচি’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কীভাবে কাজ করা হবে, যাতে কেউ নিজের দায়িত্বে গাফিলতি না করেন, এহেন নির্দেশ দিয়েছেন অভিষেক।

আরও পড়ুন: এস আই আর নিয়ে জেলার কর্মীদের সঙ্গে ভারর্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

সেখানেই এদিন এনআরসি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় । এদিন উত্তরবঙ্গের নেতাদের তিনি সাফ বলেন, ‘অসম সরকারের এনআরসির কোনও নোটিস গ্রহণ করবেন না। কেউ কোনও কাগজ দেখাবেন না। অসমেও কেউ যাবে না, এটাই দলের স্ট্যান্ড।’ প্রসঙ্গত, গত কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কয়েকজন অসম সরকারের তরফে এনআরসির নোটিস পেয়েছেন।

এবার সরাসরি উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করে এনআরসির বিরুদ্ধে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং সাধারণ মানুষকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরবঙ্গের নেতাদের উদ্দ্যেশে বার্তা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের

অসম সরকারের এনআরসির কোনও নোটিস গ্রহণ করবেন না : অভিষেক

আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক : আগামী বছর অর্থাৎ ২০২৬ এ রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ক্রমশ পারদ বাড়ছে। কেন্দ্রের শাসকদল বিজেপি বাংলায় ক্ষমতা দখলের জন্য নানাভাবে বাংলা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে । একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ,অন্যদিকে বাংলা ভাষা নিয়ে সন্ত্রাস শুরু করেছে।

এর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় । আবার দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বেশ কিছু মানুষকে এনআরসির নোটিশ ধরিয়ে দিচ্ছে অসম সরকার। এই পরিস্থিতিতে সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। কলকাতার ক্যামাক স্ট্রিটের বৈঠক থেকে তার সাফ নির্দেশ, ‘অসম সরকার নোটিস পাঠালে কেউ গ্রহণ করবেন না, কেউ যাবেন না।’

আরও পড়ুন: এনআরসি নোটিশ এবার বক্সিরহাটের দীপঙ্কর সরকারকে

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের মতো করে জমি শক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। সোমবার দুপুরে ক্যামাক স্ট্রিটে কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। জানা গিয়েছে, সেখানে ব্লক স্তরে বেশ কিছু রদবদলের পরামর্শ দেওয়া হয়েছে। যা ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিনের বৈঠকে ‘আমাদের পাড়া, আমাদের কর্মসূচি’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কীভাবে কাজ করা হবে, যাতে কেউ নিজের দায়িত্বে গাফিলতি না করেন, এহেন নির্দেশ দিয়েছেন অভিষেক।

আরও পড়ুন: এস আই আর নিয়ে জেলার কর্মীদের সঙ্গে ভারর্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

সেখানেই এদিন এনআরসি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় । এদিন উত্তরবঙ্গের নেতাদের তিনি সাফ বলেন, ‘অসম সরকারের এনআরসির কোনও নোটিস গ্রহণ করবেন না। কেউ কোনও কাগজ দেখাবেন না। অসমেও কেউ যাবে না, এটাই দলের স্ট্যান্ড।’ প্রসঙ্গত, গত কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কয়েকজন অসম সরকারের তরফে এনআরসির নোটিস পেয়েছেন।

এবার সরাসরি উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করে এনআরসির বিরুদ্ধে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং সাধারণ মানুষকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।