একটিও নাম বাদ গেলে বিজেপির সরকার ভেঙে ছাড়াব: SIR নিয়ে হুঁশিয়ারি মমতার
- আপডেট : ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 208
পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর-এর বিরুদ্ধে পথে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংবিধান প্রণেতা সংবিধান প্রণেতা বি. আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জানিয়ে এসআইআর বিরোধী মহামিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী। কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে ব্যাপক মানুষের সমাগম দেখা গিয়েছে। জোড়াসাঁকো পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালে আপনারা যে জিতেছিলেন, কোন ভোট নিয়ে জিতেছিলেন? কোন ভোটার লিস্ট ছিল? যদি এই লিস্ট মিথ্যা হয়, তাহলে আপনার সরকারও মিথ্যা। আপনাদের চেয়ারও মিথ্যা।
মমতা সাফ বলেন, আসলে বাংলার ওপর ওদের খুব রাগ। বাংলার সঙ্গে ওরা পেরে ওঠে না। গদিওয়ালারা ভাবছে, যেন তেন ভাবে ২ কোটি লোকের নাম বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, বাংলাদেশে পাঠিয়ে দিই, কিংবা দেশ থেকে তাড়িয়ে ওদের ক্ষমতা দখল করে নিই। কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, শেষ এসআইআর বাংলায় হয় ২০০১ সালের নির্বাচনের পর। ২০০২-০৩ নির্বাচন ছিল না। ২০০৪ সালে লোকসভা ভোট হয়, সেই ভোটার লিস্টে ভোট হয়, ২ থেকে আড়াই বছর সময় লাগে। আজ মোদী ও শাহকে সন্তুষ্ট করার জন্য যে কুর্সিবাবু, যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, তাঁর ইতিহাস পাতিহাস হবে।
মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা প্রথম থেকে শক্ত হাতে মোকাবিলা করছি, যদি একটাও নাম বাদ যায়, বিজেপি সরকার ভেঙে ছাড়াব। আমাদের কাছেও তথ্য কম নেই। আপনাদের লজ্জা হওয়া উচিত!






























