কাশ্মীর সমস্যা সমাধানের চেষ্টা করব: Donald Trump

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 179
পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার বিকালে আমেরিকার মধ্যস্থতায় ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজের সোশাল মিডিয়া ট্রুথে পোস্ট করে সে কথা জানান তিনি। এরপর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠক করে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন।
পাকিস্তানের তরফে সাড়ে ৩টে নাগাদ ফোন করা হয় বলেও জানান তিনি। এরপরই সংঘর্ষ বিরতির ঘোষণা। তারপর রাতের দিকে পাকিস্তান শ্রীনগরে ড্রোন হামলা চালায়। বিদেশ সচিব সে কথা জানানোর পাশাপাশি পরিস্থিতি বুঝে পরিবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এবার কাশ্মীর সমস্যা নিয়ে মন্তব্য রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলে সমাধান খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কথা সোশাল মিডিয়ায় জানালেন। প্রসঙ্গত, বরাবরই আন্তর্জাতিক আঙিনায় ভারত জোরের সঙ্গে বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে। আর এই নিয়ে কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে নয়াদিল্লি ট্রাম্পের প্রস্তাবে কী প্রতিক্রিয়া জানায় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
ট্রাম্প (Donald Trump) নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ’-এ লিখেছেন, ‘ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্বের জন্য গর্বিত, তাঁরা শক্তি, জ্ঞান ও দৃঢ়তার সঙ্গে বুঝেছেন যে এটাই বর্তমান সংঘর্ষ থেকে সরে আসার সময়। যা চলতে থাকলে আরও বেশি মৃত্যু ও ধ্বংসের আশঙ্কা রয়েছে। লক্ষ লক্ষ ভালো ও নিরীহ মানুষের মৃত্যু হতে পারত।’
এছাড়া ট্রাম্প (Donald Trump) আরও লেখেন, ‘আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এমন ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। যদিও আলোচনা এখনও হয়নি, তবে আমি এই দুই মহান দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্য ভাবে বাড়াতে চলেছি। আমি আপনাদের দু’জনের সঙ্গেই কথা বলে দেখতে চাই যে, ‘হাজার বছর পরে’ কাশ্মীরের বিষয়ে কোনও সমাধানে পৌঁছনো যায় কিনা। ঈশ্বর ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে আশীর্বাদ করুন কাজটি ভালভাবে করার জন্য।’ ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পর এবার কাশ্মীর সমস্যার সমাধানে এগিয়ে আসার প্রস্তাবও দিলেন তিনি।
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025