১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙড়ে দল বদলের হাওয়া, শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে

আবুল খায়ের
  • আপডেট : ৮ জুন ২০২৫, রবিবার
  • / 137

পুবের কলম, ভাঙড়ঃ বিধানসভা ভোটের প্রাক্কালে ভাঙড়ে রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিল বড়সড় দলবদল। রবিবার ভাঙড়-২ ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে শতাধিক আইএসএফ কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। পানাপুকুর গ্রামের ১৬৬ নম্বর বুথের দাপুটে নেতা রেজাউল মোল্লা ও হাফিজুল মোল্লার নেতৃত্বে এই যোগদান পর্ব সম্পন্ন হয় বলে জানিয়েছে তৃণমূল।

তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করেন, ‘কোনও চাপ নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় উন্নয়নের স্বার্থে এই কর্মীরা আমাদের দলে যোগ দিয়েছেন।’ তিনি আরও বলেন, আইএসএফ ভাঙড়ে কোনও কাজই করতে পারেনি। বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও এলাকায় দেখা যায় না। ফলে মানুষের ভরসা হারিয়ে আইএসএফ কর্মীরাই এবার তৃণমূলে ভরসা রাখছেন।

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

অন্যদিকে, আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক এই দাবি খারিজ করে জানান, হাফিজুল জমি বিবাদে ফেঁসে গিয়েছিল, তাই পুলিশ ও শাসকদলের চাপে দলে গেছে। তাতে কোনও প্রভাব পড়বে না। তাঁর দাবি, যারা তৃণমূলে গিয়েছে, তারাই ভোটে আবার আইএসএফকেই সমর্থন করবে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভাঙড়ে আইএসএফ-তৃণমূল ঘরবদলের প্রবণতা চোখে পড়ছে। রাজনৈতিক মহলের মতে, উপনির্বাচন ও পরবর্তী বিধানসভা ভোটের আগে এই পালাবদল বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: ২১ জুলাই প্রস্তুতি মিটিংয়ে সুন্দরবন রক্ষার বার্তা, চারাগাছ বিতরণ

আরও পড়ুন: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, ২ বছর ডাক্তারি করতে পারবেন না
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভাঙড়ে দল বদলের হাওয়া, শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে

আপডেট : ৮ জুন ২০২৫, রবিবার

পুবের কলম, ভাঙড়ঃ বিধানসভা ভোটের প্রাক্কালে ভাঙড়ে রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিল বড়সড় দলবদল। রবিবার ভাঙড়-২ ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে শতাধিক আইএসএফ কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। পানাপুকুর গ্রামের ১৬৬ নম্বর বুথের দাপুটে নেতা রেজাউল মোল্লা ও হাফিজুল মোল্লার নেতৃত্বে এই যোগদান পর্ব সম্পন্ন হয় বলে জানিয়েছে তৃণমূল।

তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করেন, ‘কোনও চাপ নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় উন্নয়নের স্বার্থে এই কর্মীরা আমাদের দলে যোগ দিয়েছেন।’ তিনি আরও বলেন, আইএসএফ ভাঙড়ে কোনও কাজই করতে পারেনি। বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও এলাকায় দেখা যায় না। ফলে মানুষের ভরসা হারিয়ে আইএসএফ কর্মীরাই এবার তৃণমূলে ভরসা রাখছেন।

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

অন্যদিকে, আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক এই দাবি খারিজ করে জানান, হাফিজুল জমি বিবাদে ফেঁসে গিয়েছিল, তাই পুলিশ ও শাসকদলের চাপে দলে গেছে। তাতে কোনও প্রভাব পড়বে না। তাঁর দাবি, যারা তৃণমূলে গিয়েছে, তারাই ভোটে আবার আইএসএফকেই সমর্থন করবে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভাঙড়ে আইএসএফ-তৃণমূল ঘরবদলের প্রবণতা চোখে পড়ছে। রাজনৈতিক মহলের মতে, উপনির্বাচন ও পরবর্তী বিধানসভা ভোটের আগে এই পালাবদল বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: ২১ জুলাই প্রস্তুতি মিটিংয়ে সুন্দরবন রক্ষার বার্তা, চারাগাছ বিতরণ

আরও পড়ুন: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, ২ বছর ডাক্তারি করতে পারবেন না