১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র কুরআন হিফজ ও তেলাওয়াতের জন্য কিং সালমান পুরস্কার

পুবের কলম ওয়েবডেস্ক :  পবিত্র কুরআন মুখস্থ, তেলাওয়াত এবং ব্যাখ্যার জন্য বাদশাহ সালমান পুরস্কার বিজয়ীদের সম্মান জানাতে শুক্রবার রাতে প্রিন্স  ফয়সাল বিন বান্দর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।

২৩ তম এই প্রতিযোগিতাটি আয়োজক ছিল ইসলামী বিষয়ক মন্ত্রণালয়, দাওয়াহ ও নির্দেশনা । রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মুহাম্মদ বিন আবদুর  রহমান বিন আবদুল আজিজও পুরষ্কার অনুষ্ঠানে প্রিন্স ফয়সালের পাশাপাশি উপস্থিত ছিলেন। তিনি  বাদশাহ সালমানের পক্ষে গোটা অনুষ্ঠানটির নেতৃত্ব দেন।

আরও পড়ুন: মসজিদে নববীতে কোরআন হিফজে ঐতিহাসিক সাফল্য, ২০২৫ সালে হাফেজ হলেন ৮,৩৩৫ শিক্ষার্থী

যুবরাজ ফয়সালকে স্বাগত জানান ইসলামিক মন্ত্রী শেখ আবদুললাতিফ আল-আশেখ এবং তার ডেপুটি ইউসুফ বিন মুহাম্মদ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি দল ।

আরও পড়ুন: মাহে রমযানে পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, আলিয়ার অনুষ্ঠানে বললেন ইমরান

শেখ আবদুল্লাতিফ বলেন, এই প্রতিযোগিতাটি মেয়েদের এবং ছেলেদের পবিত্র কুরআন  মুখস্থ করতে এবং পড়তে উৎসাহিত করবে। একই সঙ্গে আল্লাহ প্রদত্ত এই  শিক্ষাকে জীবনযাপনের উপায় হিসাবে গ্রহণ করতে তারা উৎসাহী হবে। সংযম অনুশীলন করতে, তাদের অভিভাবকদের আনুগত্য করতে, ইসলাম পেলেন তারা আরও  প্রতিশ্রুতিবদ্ধ হবে। তারা ইসলামের নামে দলাদলিকে প্রত্যাখ্যান করতে উৎসাহ পাবে।

আরও পড়ুন: পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

তিনি জানান  ৩,৫০০ জন প্রতিযোগী প্রিলিমিনারিতে অংশ নিয়েছিল।  ফাইনালে উঠেছিল ১১৯  জন। যার মধ্যে  ১৮  জন ছেলে এবং ১৮  জন মেয়ে জিতেছে। প্রতিযোগিতার বিজয়ী এবং বিচারকদেরও সম্মানিত করা হয়।

সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র কুরআন হিফজ ও তেলাওয়াতের জন্য কিং সালমান পুরস্কার

আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক :  পবিত্র কুরআন মুখস্থ, তেলাওয়াত এবং ব্যাখ্যার জন্য বাদশাহ সালমান পুরস্কার বিজয়ীদের সম্মান জানাতে শুক্রবার রাতে প্রিন্স  ফয়সাল বিন বান্দর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।

২৩ তম এই প্রতিযোগিতাটি আয়োজক ছিল ইসলামী বিষয়ক মন্ত্রণালয়, দাওয়াহ ও নির্দেশনা । রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মুহাম্মদ বিন আবদুর  রহমান বিন আবদুল আজিজও পুরষ্কার অনুষ্ঠানে প্রিন্স ফয়সালের পাশাপাশি উপস্থিত ছিলেন। তিনি  বাদশাহ সালমানের পক্ষে গোটা অনুষ্ঠানটির নেতৃত্ব দেন।

আরও পড়ুন: মসজিদে নববীতে কোরআন হিফজে ঐতিহাসিক সাফল্য, ২০২৫ সালে হাফেজ হলেন ৮,৩৩৫ শিক্ষার্থী

যুবরাজ ফয়সালকে স্বাগত জানান ইসলামিক মন্ত্রী শেখ আবদুললাতিফ আল-আশেখ এবং তার ডেপুটি ইউসুফ বিন মুহাম্মদ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি দল ।

আরও পড়ুন: মাহে রমযানে পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, আলিয়ার অনুষ্ঠানে বললেন ইমরান

শেখ আবদুল্লাতিফ বলেন, এই প্রতিযোগিতাটি মেয়েদের এবং ছেলেদের পবিত্র কুরআন  মুখস্থ করতে এবং পড়তে উৎসাহিত করবে। একই সঙ্গে আল্লাহ প্রদত্ত এই  শিক্ষাকে জীবনযাপনের উপায় হিসাবে গ্রহণ করতে তারা উৎসাহী হবে। সংযম অনুশীলন করতে, তাদের অভিভাবকদের আনুগত্য করতে, ইসলাম পেলেন তারা আরও  প্রতিশ্রুতিবদ্ধ হবে। তারা ইসলামের নামে দলাদলিকে প্রত্যাখ্যান করতে উৎসাহ পাবে।

আরও পড়ুন: পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

তিনি জানান  ৩,৫০০ জন প্রতিযোগী প্রিলিমিনারিতে অংশ নিয়েছিল।  ফাইনালে উঠেছিল ১১৯  জন। যার মধ্যে  ১৮  জন ছেলে এবং ১৮  জন মেয়ে জিতেছে। প্রতিযোগিতার বিজয়ী এবং বিচারকদেরও সম্মানিত করা হয়।