নেই তাপমাত্রা কমার সম্ভাবনা, “উষ্ণ মাঘেই” যাপন হবে সাধারণতন্ত্র দিবস
- আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 99
পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতা তথা রাজ্য থেকে বিদায়ের পথে শীত। আপাতত নেই তাপমাত্রা কমার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে কনকনে ঠান্ডা না থাকলেও থেকে যাবে শীতের একটা শিরশিরে আমেজ।
গত কয়েকদিন ধরেই এক অস্বস্তিকর অনুভূতি শহরবাসীর। গায়ে গরমজামা দিলেই হাঁসফাঁস অবস্থা। প্রকৃতির এই খামখেয়ালিপনায় বাড়ছে খুসখুসে কাশি, জ্বর, গা, মাথা যন্ত্রণার মত উপসর্গগুলি। চিকিৎসকের চেম্বারেও বাড়ছে ভিড়।
জানুয়ারির শেষে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি ছুঁই ছুঁই করছে ৷ সর্বনিম্ন তাপমাত্রাও ১৯ ডিগ্রিতে পৌঁছেছে ৷ তাই সরস্বতী পুজো, সাধারণতন্ত্র দিবসে ঠান্ডার আমেজ উধাও। বলা ভালো শীতল মাঘ নয়, বরং উষ্ণতার আমেজ মেখেই কাটবে চলতি বছরের সাধারণতন্ত্র দিবস ও সরস্বতী পুজো।
আবহাওয়া দফতরের পূর্বাভাস পারদ চড়বে ৷ আগামী পাঁচদিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই ৷
পশ্চিমী ঝঞ্জার সঙ্গী হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। যার জেরে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ রাজ্যের বাতাসে যার জেরে দুর্বল উত্তুরে হাওয়া ৷ ফলত মধ্য মাঘের আগেই ঘামছে শহরবাসী।