১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জাপানে ভূমিকম্পের পাঁচ দিন পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার ৯০ বছরের বৃদ্ধা

সামিমা এহসানা
- আপডেট : ৮ জানুয়ারী ২০২৪, সোমবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্ক: ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। তাতে মৃত্যু হয়েছে অন্তত ১২৮ জনের। কোনও খোঁজ পাওয়া যায় নি ১৯৫ জনের। এমনিতে এধরণের ঘটনায় ধ্বংসস্তুপের নিচে কেউ চাপা পড়লে তিন দিনের মধ্যে উদ্ধার না করলে বাঁচার আশা থাকে ক্ষীণ। কিন্তু ভূমিকম্পের ৫ দিন পর এক মহিলাকে উদ্ধার করার পর অবাক উদ্ধারকারীদের দল। ৯০ বছরের বেশি বয়সী এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের ভেতরে তার পা আটকে পড়েছিল। সেটা থেকে তাকে বের করতে কয়েকঘন্টা সময় লেগেছে। চিকিৎসকরা জনিয়েছেন, কথা বলছেন বৃদ্ধা। ইশিকাওয়া প্রিফেকচারের নোতো উপদ্বীপের সুজু শহরে ধসে পড়া একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ওই বৃদ্ধাকে।
Tag :
Woman in her 90s pulled alive from rubble 5 days after Japan earthquake জাপানে ভূমিকম্পের পাঁচ দিন পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার ৯০ বছরের বৃদ্ধা