রাজস্থানে শ্রমিক খুন, কফিনবন্দি হয়ে ফিরছেন মুর্শিদাবাদের ইসমাইল
- আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 419
পুবের কলম ওয়েবডেস্ক : রাজস্থানে কাজের খোঁজে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হলেন মুর্শিদাবাদের ভগবানগোলা-২ ব্লকের বীরপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ (৩২)। কিছুদিন আগে জীবিকার তাগিদে মার্বেলের কাজে রাজস্থানে পাড়ি দিয়েছিলেন তিনি।
তবে বাড়ি ফেরার বদলে ফিরছে কফিনবন্দি দেহ। খবর আসে, ইসমাইলের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পরিবার অভিযোগ তুলেছে, তাঁকে খুন করা হয়েছে। শোকের ছায়ায় ডুবে গ্রামজুড়ে নেমেছে নিস্তব্ধতা। পরিবারের দাবি, ইসমাইলের মোবাইল থেকে সিম কার্ড উধাও, কোনো ডকুমেন্টও মেলেনি।
রানিতলা থানায় অভিযোগ জানানো হয়েছে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে কী কারণে এই নৃশংস খুন, তা ঘিরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইসমাইলের পরিবার ও গ্রামবাসীর দাবি, দোষীদের কঠোর শাস্তি হোক।











































