আজ বিশ্বকাপের সূচি ঘোষণা, সেমিফাইনাল ইডেন গার্ডেনসে

- আপডেট : ২৭ জুন ২০২৩, মঙ্গলবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজিত হবে ইডেন গার্ডেনসে। তবে ভারত হয়তো সেই সেমিফাইনালে নাও খেলতে পারে। কারণ বিশ্বকাপের সেমিফাইনালে আরেকটি ভেনু হিসেবে ধরা হয়েছে মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামকে। মঙ্গলবার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে চলেছে আইসিসি।
আর এই সূচিতে সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু প্রায় ঠিক হয়েই রয়েছে। দুটি সেমিফাইনালের একটি ইডেন এবং আর একটি মুম্বইয়ে হতে চলেছে। ফাইনাল আয়োজিত হবে আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ।
১৯৯৬ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে শেষবার সেমিফাইনালের দায়িত্ব পেয়েছিল ইডেন গার্ডেন্স। সেই হিসেবে ২৭ বছর পর বিশ্বকাপ সেমিফাইনালের দায়িত্ব পেতে চলেছে ক্রিকেটের নন্দনকানন।
উল্লেখ্য এবারের বিশ্বকাপ শুরু হতে চলেছে ৫ অক্টোবর, শেষ হবে ১৯ অক্টোবর। বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল যে ইডেন গার্ডেন্স শেষ পর্যন্ত বিশ্বকাপের কটি ম্যাচ পাবে? যা বোঝা যাচ্ছিল তাতে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাদ দিলে ইডেনে আর কোনও ম্যাচ ছিল না। এমনকি সেমিফাইনালের ভেন্যু হিসেবেও ভেবে নেওয়া হয়েছিল মুম্বই এবং চেন্নাইকে। কিন্তু শেষ পর্যন্ত বহু লড়াইয়ের শেষে বিশ্বকাপের সেমিফাইনালের মতন হাইপ্রোফাইল ম্যাচ পেতে চলেছে ইডেন গার্ডেন্স।