বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত করার অঙ্গিকার

- আপডেট : ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 870
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: বৃহস্পতিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস।সারা রাজ্যের সাথে জয়নগর ও কুলতলির প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকায়, হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন, বিতরণ, ট্যাবলো সহকারে সচেতনতা মূলক পদযাত্রার মধ্যে দিয়ে পালন করা হয়।
এদিন জয়নগর এক ব্লক প্রশাসন, জয়নগর এক নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত, দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েত, নারায়নীতলা পঞ্চায়েত, শ্রীপুর পঞ্চায়েত, উত্তর দূর্গাপুর পঞ্চায়েত, জাঙ্গালিয়া, ধোসা চন্দনেশ্বর,খাকুড়দহ পঞ্চায়েত এলাকায় বৃক্ষ রোপন, বিতরণ ও ট্যাবলো সহকারে পদযাত্রা বের হয় এলাকায়।
যাতে স্কুল পড়ুয়ারা সহ বহু মানুষ উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন জয়নগর ১ নং ব্লকের জয়েন্ট বিডিও নিমাই বিশ্বাস,জয়নগর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,সহকারী সভাপতি সুহানা পারভীন বৈদ্য, বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত প্রধান মতিবুর রহমান লস্কর সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, কর্মী-সহ আরও অনেকে।
এদিন জয়নগর মজিলপুর পৌরসভার উদ্যোগে গাছের চারা বিতরণ করেন চেয়ারম্যান সুকুমার হালদার।জয়নগর সাব টাফিকের উদ্যোগে তিলি পাড়া এলাকায় বৃক্ষ রোপণ করা হয় এবং বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন জয়নগর সাব টাফিক ওসি সুভাষ পাল সহ আরও অনেকে।নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে এদিন বৃক্ষ রোপনে সামিল হন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: বাবুল মজুমদার সহ আরো অনেকে।জয়নগর ২ নং ব্লকের ফুটিগোদা, বাইশহাটা, সাহাজাদাপুর,গড়দেওয়ানি, ময়দা,মনিরতট ও চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকায় গাছ বসানোর মধ্যে দিয়ে পালন করা হয়।সুন্দরবনকে প্লাসটিক মুক্ত করতে এদিন সংকল্প গ্রহন করেন সাধারণ মানুষ।