বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অষ্টাদশ লোকসভা নির্বাচন
- আপডেট : ২ জুন ২০২৪, রবিবার
- / 1
পুবের কলম, ওয়েব ডেস্কঃ শনিবার শেষ হল লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। আগামী ৪ জুন প্রকাশিত হবে জনতার মত। আড়াই মাস ধরে সাত দফায় অনুষ্ঠিত এই নির্বাচন ছাড়িয়ে গেল আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের খরচের পরিমাণকে। ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ’ দাবি করেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহূল নির্বাচন। তাদের হিসাব অনুযায়ী, চলতি নির্বাচনে খরচ হয়েছে ১.৩৫ লক্ষ কোটি টাকা। সেই হিসাবে প্রতি ভোট সংগ্রহের খরচ ছিল ১,৪০০ টাকা। যেখানে ২০২০ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে খরচ হয়েছিল ১.২০ লক্ষ কোটি টাকা।
কোনও বিশেষ রাজনৈতিক দল নয় বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে প্রায় সব রাজনৈতিক দলগুলিই ভোটারদের মন জয়ে খরচের তোয়াক্কা করছে না কেউই। প্রার্থীদের খরচের সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু রাজনৈতিক দলের খরচের কোনও ঊর্ধ্বসীমা নেই। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের দেওয়া তথ্য অনুসারে ১৯৫১-৫২ সালের ভোটের সঙ্গে তুলনা করলে খরচের সীমার বৃদ্ধি হয়েছে ৩০০ গুণ। তখন একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ হাজার টাকা খরচ করতে পারতেন।