২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 65

পুবের কলম ওয়েব ডেস্ক:  ১২৮ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জোহানা মাজিবুকো। জোহানা  মাজিবুকো দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের ক্লার্কসডর্পের জোবার্টনে তার নিজ বাড়িতে শুক্রবার মারা যান। তার তত্ত্বাবধায়ক এবং পুত্রবধূ থান্ডিওয়ে ওয়েসিনিয়ানা বলেন, ২৪ ফেব্রুয়ারি জোহানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনদিন ধরে চিকিৎসার পর ২৮ ফেব্রুয়ারি তাকে রিলিজ করা হয়। এর ৩ দিন পর বাড়িতে মারা যান জোহানা। থান্ডিওয়ে ওয়েসিনিয়ানা আরও বলেন, জোহানা ভুট্টার খামারে বড় হয়েছেন। কখনও স্কুলে যাননি এবং পড়তে বা লিখতে পারতেন না। তিনি ব্রিটিশ উপনিবেশ, বর্ণবাদ এবং দু’টি বিশ্বযুদ্ধ দেখেছেন। যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে কখনও নাম ওঠেনি জোহানার। জোহানার আইডি প্রমাণ করে যে, তিনি ১১ মে ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০২২-এর ১২ মে ১২৮তম জন্মদিন উদযাপন করেন জোহানা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  ১২৮ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জোহানা মাজিবুকো। জোহানা  মাজিবুকো দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের ক্লার্কসডর্পের জোবার্টনে তার নিজ বাড়িতে শুক্রবার মারা যান। তার তত্ত্বাবধায়ক এবং পুত্রবধূ থান্ডিওয়ে ওয়েসিনিয়ানা বলেন, ২৪ ফেব্রুয়ারি জোহানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনদিন ধরে চিকিৎসার পর ২৮ ফেব্রুয়ারি তাকে রিলিজ করা হয়। এর ৩ দিন পর বাড়িতে মারা যান জোহানা। থান্ডিওয়ে ওয়েসিনিয়ানা আরও বলেন, জোহানা ভুট্টার খামারে বড় হয়েছেন। কখনও স্কুলে যাননি এবং পড়তে বা লিখতে পারতেন না। তিনি ব্রিটিশ উপনিবেশ, বর্ণবাদ এবং দু’টি বিশ্বযুদ্ধ দেখেছেন। যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে কখনও নাম ওঠেনি জোহানার। জোহানার আইডি প্রমাণ করে যে, তিনি ১১ মে ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০২২-এর ১২ মে ১২৮তম জন্মদিন উদযাপন করেন জোহানা।