০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপিকে ঠেকাতে কোন দলের প্রতি অস্পৃশ্যতা রাখতে চায়না বামফ্রন্ট বললেন ইয়েচুরি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 22

পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপি বিরোধীতায় কাশ্মীর থেকে কন্যাকুমারি আসমুদ্র হিমাচল যেকোন দলের সঙ্গে যেতে রাজি বামফ্রন্ট।

শেষ পর্যন্ত বেঙ্গল লাইনের সিন্ধান্তেই সিলমোহর দিল ইয়েচুরি লাইন। তাতেই আপাতভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলার সিপিআইএম নেতারা। কয়েকদিন আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন যে বিজেপি বিরোধিতায় আসমুদ্র হিমাচল যে কোন রাজনৈতিক দলের সঙ্গেই কাজ করতে প্রস্তুত বামদলগুলি।

আরও পড়ুন: ত্রিপুরা বিধানসভা  নির্বাচনে ত্রিমুখী লড়াই বাম-কং জোটকে জয়ী হতে  সাহায্য করবে: ইয়েচুরি   

এবার কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠকের শেষে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন বিজেপিকে ঠেকাতে কোন দলের প্রতি অস্পৃশ্যতা রাখতে চায়না । এই মর্মেই সিধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন: রমন ম্যাগসাইসাই পুরস্কার নিলেন না কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী

তবে বাম শীর্ষ নেতৃত্ব এটাও মানছেন বাংলার মানুষ তৃণমূলের ওপর বেশি আস্থা রেখেছেন। এছাড়াও বামফ্রন্টের ” বিজেমূল” ধ্যনধারণাও ফ্লপ করেছে। তাই বিজেপি বিরোধিতায় তৃণমুলের পাশে থেকে এখন লড়াই করতেও বামফ্রন্টের কোন দ্বিধা নেই।

আরও পড়ুন: বিজেপিকে রুখতে কংগ্রেসের পাশে থাকবে সিপিএম ! শিলমোহর সীতারামের লাইনেই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপিকে ঠেকাতে কোন দলের প্রতি অস্পৃশ্যতা রাখতে চায়না বামফ্রন্ট বললেন ইয়েচুরি

আপডেট : ১০ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপি বিরোধীতায় কাশ্মীর থেকে কন্যাকুমারি আসমুদ্র হিমাচল যেকোন দলের সঙ্গে যেতে রাজি বামফ্রন্ট।

শেষ পর্যন্ত বেঙ্গল লাইনের সিন্ধান্তেই সিলমোহর দিল ইয়েচুরি লাইন। তাতেই আপাতভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলার সিপিআইএম নেতারা। কয়েকদিন আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন যে বিজেপি বিরোধিতায় আসমুদ্র হিমাচল যে কোন রাজনৈতিক দলের সঙ্গেই কাজ করতে প্রস্তুত বামদলগুলি।

আরও পড়ুন: ত্রিপুরা বিধানসভা  নির্বাচনে ত্রিমুখী লড়াই বাম-কং জোটকে জয়ী হতে  সাহায্য করবে: ইয়েচুরি   

এবার কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠকের শেষে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন বিজেপিকে ঠেকাতে কোন দলের প্রতি অস্পৃশ্যতা রাখতে চায়না । এই মর্মেই সিধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন: রমন ম্যাগসাইসাই পুরস্কার নিলেন না কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী

তবে বাম শীর্ষ নেতৃত্ব এটাও মানছেন বাংলার মানুষ তৃণমূলের ওপর বেশি আস্থা রেখেছেন। এছাড়াও বামফ্রন্টের ” বিজেমূল” ধ্যনধারণাও ফ্লপ করেছে। তাই বিজেপি বিরোধিতায় তৃণমুলের পাশে থেকে এখন লড়াই করতেও বামফ্রন্টের কোন দ্বিধা নেই।

আরও পড়ুন: বিজেপিকে রুখতে কংগ্রেসের পাশে থাকবে সিপিএম ! শিলমোহর সীতারামের লাইনেই