০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কর্নাটকের হুবলিতে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ডাক পেলেন না ইয়েদুরাপ্পা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 67

পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকের হুবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় যুব উৎসব কর্মসূচিতে ডাক পেলেন না ইয়েদুরাপ্পা। এই প্রসঙ্গে বিজেপির তরফে জানানো হয়েছে, ‘সমস্ত কিছু প্রোটোকল মেনেই করা হয়েছে। সরকারি কাজ বলেই কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি।’ এদিকে এই নিয়ে রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

কর্নাটকে হুবলিতে বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস উপলক্ষে শুরু হয়েছে ২৬তম জাতীয় যুব উৎসব। এই উৎসব উপলক্ষ্যে কর্নাটকের হুবলির রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ডে এই উৎসবের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, অনুরাগ সিং ঠাকুর সহ অন্যান্যরা।

আরও পড়ুন: কর্ণাটকে সেনার পোশাকে দুঃসাহসী ডাকাতি, ৫৮ কেজি সোনা লুট

রাজনৈতিক সূত্রের খবর, ইয়েদুরাপ্পা সম্প্রতি মান্ডায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি দলীয় অনুষ্ঠান এড়িয়ে গিয়েছিলেন, কারণ সেই সময় তিনি বিদেশে ছিলেন।

আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার পর কড়া পুলিশ, মেরুকরণের তাশ বিজেপির

ইয়েদুরাপ্পাকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে বিজেপির তরফ থেকে জানানো হয়, ‘এটি সরকারি অনুষ্ঠান তাই বি এস ইয়েদুরাপ্পাকে ডাকা হয়নি। বিজেপির তরফে আরও জানানো হয়, একই কারণে প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী জগদীশ সাত্তারকেও আমন্ত্রণ জানানো হয়নি।’
সম্প্রতি দলের সঙ্গে দূরত্ব বেড়েছে ইয়েদুরাপ্পার। এই অবস্থায় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁর রাজনৈতিক ক্যারিয়ার কেউ শেষ করতে পারবে না।

আরও পড়ুন: ঘৃণা ভাষণ রুখতে আইনের ভাবনা সিদ্দারামাইয়ার

কর্নাটকে হুবলি ধারওয়ারে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে ২৬ তম জাতীয় যুব উৎসব। চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। কর্নাটক সরকারের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রক এই অনুষ্ঠান আয়োজন করেছে। প্রতি বছরই জাতীয় পর্যায়ে প্রতিভাবান যুবকদের জাতি গঠনে উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্নাটকের হুবলিতে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ডাক পেলেন না ইয়েদুরাপ্পা

আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকের হুবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় যুব উৎসব কর্মসূচিতে ডাক পেলেন না ইয়েদুরাপ্পা। এই প্রসঙ্গে বিজেপির তরফে জানানো হয়েছে, ‘সমস্ত কিছু প্রোটোকল মেনেই করা হয়েছে। সরকারি কাজ বলেই কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি।’ এদিকে এই নিয়ে রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

কর্নাটকে হুবলিতে বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস উপলক্ষে শুরু হয়েছে ২৬তম জাতীয় যুব উৎসব। এই উৎসব উপলক্ষ্যে কর্নাটকের হুবলির রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ডে এই উৎসবের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, অনুরাগ সিং ঠাকুর সহ অন্যান্যরা।

আরও পড়ুন: কর্ণাটকে সেনার পোশাকে দুঃসাহসী ডাকাতি, ৫৮ কেজি সোনা লুট

রাজনৈতিক সূত্রের খবর, ইয়েদুরাপ্পা সম্প্রতি মান্ডায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি দলীয় অনুষ্ঠান এড়িয়ে গিয়েছিলেন, কারণ সেই সময় তিনি বিদেশে ছিলেন।

আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার পর কড়া পুলিশ, মেরুকরণের তাশ বিজেপির

ইয়েদুরাপ্পাকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে বিজেপির তরফ থেকে জানানো হয়, ‘এটি সরকারি অনুষ্ঠান তাই বি এস ইয়েদুরাপ্পাকে ডাকা হয়নি। বিজেপির তরফে আরও জানানো হয়, একই কারণে প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী জগদীশ সাত্তারকেও আমন্ত্রণ জানানো হয়নি।’
সম্প্রতি দলের সঙ্গে দূরত্ব বেড়েছে ইয়েদুরাপ্পার। এই অবস্থায় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁর রাজনৈতিক ক্যারিয়ার কেউ শেষ করতে পারবে না।

আরও পড়ুন: ঘৃণা ভাষণ রুখতে আইনের ভাবনা সিদ্দারামাইয়ার

কর্নাটকে হুবলি ধারওয়ারে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে ২৬ তম জাতীয় যুব উৎসব। চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। কর্নাটক সরকারের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রক এই অনুষ্ঠান আয়োজন করেছে। প্রতি বছরই জাতীয় পর্যায়ে প্রতিভাবান যুবকদের জাতি গঠনে উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।