পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন যোগী আদিত্যনাথ। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠান ঘিরে রীতিমতো উৎসবের চেহারা নেয় উত্তরপ্রদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। উপস্থিত ছিলেন বলিউটের বেশ কয়েকজন তারকাও। লখনউ-এর আটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে হয় হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। বিশিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষই অনুষ্ঠানে শামিল হয়।
যোগী আদিত্যনাথের সঙ্গে এদিন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আরও ৫২ জন।
পুরো স্টেডিয়াম জুড়ে পোস্টার দেওয়া হয়েছে ‘নয়া ভারত কা নয়া ইউপি।’ আগামী দিনে উত্তর প্রদেশের আরও উন্নয়ন হবে, ভোটের আগে সেই বার্তাই দিল প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
যোগী আদিত্যনাথের দুই জন ডেপুটি থাকবেন। উত্তর প্রদেশ নির্বাচনে যেখানে বিজেপি প্রচুর ভোটে জয়ী হয়েছে সেখান থেকেই হেরে গিয়েছিলেন কেশব প্রসাদ মৌর্য্য। তিনিও এদিন শপথ নেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উত্তর প্রদেশের বিরোধী রাজনৈতিক দলের প্রধান অখিলেশ যাদব ও মায়াবতী, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব।




























