২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাঙালির মত মেধা আর কোথাও পাবেন না,”পরেশ কে ধুয়ে দিলেন মহুয়া মৈত্র

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 41

 

পুবের কলম ওয়েবডেস্ক: পরেশ রাওয়াল কে এবার ধুয়ে দিলেন সাংসদ মহুয়া মৈত্র। বাঙালির মাছ খাওয়া নিয়ে মন্তব্য করে যথেষ্ট ব্যাকফুটে অভিনেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। বিতর্ক দানা বাঁধতেই পরেশের সাফাই তিনি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উদ্দেশ্যে এই হেন মন্তব্য করেছেন।

আরও পড়ুন: বিজেপি বিধায়কের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক! ট্যুইট করে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

তৃণমূল কংগ্রেস এমপি মহুয়া মৈত্র এবার কার্যত তুলোধোনা করলেন তাঁকে।

অভিনেতা পরেশ রাওয়ালের মন্তব্যকে কটাক্ষ করে মহুয়া মৈত্রের পালটা টুইট, আসলে ক্ষমা চেয়ে কী করবেন। বাঙালির মতো মাছ রান্নার দ্বিতীয় পর্বটা হবে, বাঙালিদের মতো ব্রেন। জানেন তো, যেকোনও ভারতীয় রাজ্যের তুলনায় এই রাজ্যে সবথেকে বেশি নোবেল প্রাপক। এভাবেই বাঙালির মেধার কথা মনে করিয়ে দিলেন মহুয়া মৈত্র। এর সঙ্গেই বাঙালির মৎস্যপ্রেমের বিরুদ্ধে কথা বললে কীভাবে রুখে দাঁড়ায় বাঙালি সেটা আরও একবার সামনে এল এদিন।

পরেশ রাওয়াল ঠিক কি বলেছিলেন? এই অভিনেতা তথা নেতার মন্তব্য ছিল আপনি গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন?বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ওঠে নিন্দার ঝড়।

শুধু মহুয়া মৈত্রই নন ইতিমধ্যেই পরেশের বিরুদ্ধে এফআইআর করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। বঙ্গ বিজেপিও পরেশের মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। অনেকের মতে, বাঙালি শুধু মাছ খায় এমন নয়, বাঙালিকে মেধার জন্য গোটা বিশ্ব চেনে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাঙালির মত মেধা আর কোথাও পাবেন না,”পরেশ কে ধুয়ে দিলেন মহুয়া মৈত্র

আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: পরেশ রাওয়াল কে এবার ধুয়ে দিলেন সাংসদ মহুয়া মৈত্র। বাঙালির মাছ খাওয়া নিয়ে মন্তব্য করে যথেষ্ট ব্যাকফুটে অভিনেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। বিতর্ক দানা বাঁধতেই পরেশের সাফাই তিনি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উদ্দেশ্যে এই হেন মন্তব্য করেছেন।

আরও পড়ুন: বিজেপি বিধায়কের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক! ট্যুইট করে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

তৃণমূল কংগ্রেস এমপি মহুয়া মৈত্র এবার কার্যত তুলোধোনা করলেন তাঁকে।

অভিনেতা পরেশ রাওয়ালের মন্তব্যকে কটাক্ষ করে মহুয়া মৈত্রের পালটা টুইট, আসলে ক্ষমা চেয়ে কী করবেন। বাঙালির মতো মাছ রান্নার দ্বিতীয় পর্বটা হবে, বাঙালিদের মতো ব্রেন। জানেন তো, যেকোনও ভারতীয় রাজ্যের তুলনায় এই রাজ্যে সবথেকে বেশি নোবেল প্রাপক। এভাবেই বাঙালির মেধার কথা মনে করিয়ে দিলেন মহুয়া মৈত্র। এর সঙ্গেই বাঙালির মৎস্যপ্রেমের বিরুদ্ধে কথা বললে কীভাবে রুখে দাঁড়ায় বাঙালি সেটা আরও একবার সামনে এল এদিন।

পরেশ রাওয়াল ঠিক কি বলেছিলেন? এই অভিনেতা তথা নেতার মন্তব্য ছিল আপনি গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন?বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ওঠে নিন্দার ঝড়।

শুধু মহুয়া মৈত্রই নন ইতিমধ্যেই পরেশের বিরুদ্ধে এফআইআর করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। বঙ্গ বিজেপিও পরেশের মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। অনেকের মতে, বাঙালি শুধু মাছ খায় এমন নয়, বাঙালিকে মেধার জন্য গোটা বিশ্ব চেনে।