১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হেলমেট পরতেই মাথায় সাপের ছোবল, হাসপাতালে ভর্তি যুবক

চামেলি দাস
  • আপডেট : ২ জুন ২০২৫, সোমবার
  • / 192

পুবের কলম, ওয়েবডেস্ক: মায়ের মৃত্যু শংসাপত্র আনতে হাসপাতালে বেরিয়ে ছিলেন যুবক। বাইকে উঠে হেলমেট মাথায় দিতেই সাপ ছোবল খেলেন মাথায়। চিকিৎসার জন্য সাপের ছবি মোবাইল বন্দি করে সোজা হাসপাতালে হাজির হন তিনি। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার অন্তর্গত উত্তরমোকম বেড়িয়া পঞ্চয়েতের ছড়ানেখালির বাসিন্দা যুবক বিশ্বজিত মণ্ডল। গত দশদিন আগে তার মা মালতি দেবীর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর শংসাপত্র আনতে সোমবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। বাইকে উঠে হেলমেট পরতেই ঘটে বিপত্তি। হেলমেটের মধ্যে আশ্রয় নেওয়া একটি সাপ বিশ্বজিতের মাথায় ছোবল মারে। তড়িঘড়ি সাপের ছবি মোবাইল বন্দি করে বিশ্বজিত। একমুহূর্ত সময় নষ্ট না করে চিকিৎসার জন্য সোজা চলে যান ক্যানিং মহকুমা হাসপাতালে । শুরু হয় চিকিৎসা। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত যুবক জানিয়েছেন, ‘মা মারা গিয়েছে এক বিপদ। তারপর হেলমেট পরতে গিয়ে মাথায় সাপ ছোবল মারে। সময় নষ্ট না করে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছোই। তবে এমনভাবে সাপ যে কামড় দিতে পারে আজ প্রমাণ পেলাম।’

অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, ‘হেলমেট মাথায় পরতে গিয়ে সাপ মাথায় কামড় দেয় যুবকের। ফলে অত্যন্ত সচেতন হওয়া দরকার। বিগত দিনে জুতো পরতে গিয়ে সাপে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে। ছাতা মাথায় দেওয়ার সময় কামড় ঘটেছে। এমনকি জামা পরতে গিয়ে ও সাপের কামড় ঘটেছে। এবার ঘটলে হেলমেট মাথায় দিতে গিয়ে।বর্তমানে যুবকের চিকিৎসা চলছে। সুস্থ রয়েছে।তবে সাধারণ মানুষের উদ্দেশে বলবে, অত্যন্ত সচেতন হওয়া জরুরি। তারপর বর্ষাকাল। স্বাভাবিক ভাবেই সাপের উপদ্রব বাড়বে।’

আরও পড়ুন: ক্যানিংয়ে খানাখন্দ রাস্তা মেরামত করলো ট্রাফিক পুলিশ

আরও পড়ুন: মহাসমারোহে পালিত হল আদিবাসী করম উৎসব

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হেলমেট পরতেই মাথায় সাপের ছোবল, হাসপাতালে ভর্তি যুবক

আপডেট : ২ জুন ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মায়ের মৃত্যু শংসাপত্র আনতে হাসপাতালে বেরিয়ে ছিলেন যুবক। বাইকে উঠে হেলমেট মাথায় দিতেই সাপ ছোবল খেলেন মাথায়। চিকিৎসার জন্য সাপের ছবি মোবাইল বন্দি করে সোজা হাসপাতালে হাজির হন তিনি। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার অন্তর্গত উত্তরমোকম বেড়িয়া পঞ্চয়েতের ছড়ানেখালির বাসিন্দা যুবক বিশ্বজিত মণ্ডল। গত দশদিন আগে তার মা মালতি দেবীর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর শংসাপত্র আনতে সোমবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। বাইকে উঠে হেলমেট পরতেই ঘটে বিপত্তি। হেলমেটের মধ্যে আশ্রয় নেওয়া একটি সাপ বিশ্বজিতের মাথায় ছোবল মারে। তড়িঘড়ি সাপের ছবি মোবাইল বন্দি করে বিশ্বজিত। একমুহূর্ত সময় নষ্ট না করে চিকিৎসার জন্য সোজা চলে যান ক্যানিং মহকুমা হাসপাতালে । শুরু হয় চিকিৎসা। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত যুবক জানিয়েছেন, ‘মা মারা গিয়েছে এক বিপদ। তারপর হেলমেট পরতে গিয়ে মাথায় সাপ ছোবল মারে। সময় নষ্ট না করে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছোই। তবে এমনভাবে সাপ যে কামড় দিতে পারে আজ প্রমাণ পেলাম।’

অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, ‘হেলমেট মাথায় পরতে গিয়ে সাপ মাথায় কামড় দেয় যুবকের। ফলে অত্যন্ত সচেতন হওয়া দরকার। বিগত দিনে জুতো পরতে গিয়ে সাপে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে। ছাতা মাথায় দেওয়ার সময় কামড় ঘটেছে। এমনকি জামা পরতে গিয়ে ও সাপের কামড় ঘটেছে। এবার ঘটলে হেলমেট মাথায় দিতে গিয়ে।বর্তমানে যুবকের চিকিৎসা চলছে। সুস্থ রয়েছে।তবে সাধারণ মানুষের উদ্দেশে বলবে, অত্যন্ত সচেতন হওয়া জরুরি। তারপর বর্ষাকাল। স্বাভাবিক ভাবেই সাপের উপদ্রব বাড়বে।’

আরও পড়ুন: ক্যানিংয়ে খানাখন্দ রাস্তা মেরামত করলো ট্রাফিক পুলিশ

আরও পড়ুন: মহাসমারোহে পালিত হল আদিবাসী করম উৎসব