অন্য ধর্মে বিয়ে করায় গুলিবিদ্ধ তরুণী, পুলিশি তদন্ত

- আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
- / 46
পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজস্থানের জয়পুরে বুধবার সকালে ২৬ বছর বয়সী এক তরুণীকে পিছন থেকে গুলি করে দু’জন বাইক আরোহী যুবক। তার অবস্থা আশঙ্কাজনক। ওই তরুণীর স্বামীর অভিযোগ, ঘটনার সঙ্গে তার বড় ভাই জড়িত। তিনি আরও বলেন, প্রায় এক বছর আগে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছিল। এতে পরিবারের লোকজন অসন্তুষ্ট ছিল। আমার বড় ভাই প্রতিনিয়ত আমাদের হয়রানি করতেন, এ ব্যাপারে আমি সদর থানায় অভিযোগও করেছি।ওই তরুণীর নাম অঞ্জলি, স্বামীর নাম আবদুল লতিফ। লতিফের অভিযোগ- তার বড় ভাই আবদুল আজিজের বন্ধু রিয়াজ হামলা করতে এসেছিল এবং সে-ই গুলি চালায়।
লতিফ আরো জানায়, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। হঠাৎ ফোন পেলাম কেউ অঞ্জলিকে গুলি করেছে। সোজা হাসপাতালে চলে গেলাম। অঞ্জলি আমাকে জানায় যে স্কুটি আরোহীরা ফোনে কথা বলতে বলতে আসছিল। রিয়াজের গলা মনে হচ্ছিল। সে কাউকে জিজ্ঞেস করছিল, কোথায় গুলি করতে হবে।
লতিফ জানান, বিয়ের পর থেকেই পরিবারের লোকজন আমাকে বাড়ি ফেরার জন্য চাপ দিচ্ছিল। তারা অঞ্জলিকে ছেড়ে দিতে বলত। একসময় আজিজ আমাকে জোর করে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় এফআইআর দায়ের করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকেও কোনো নিরাপত্তা পাওয়া যায়নি। আজ দুর্বৃত্তদের আক্রমণে পিঠে গুলিবিদ্ধ হয়ে অঞ্জলি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে এসএমএস হাসপাতালে রেফার করা হয়। এখানকার ট্রমা সেন্টারে তার চিকিৎসা চলছে। এদিকে, অঞ্জলির মা-ও মেয়েকে দেখতে হাসপাতালে যান। তিনি বলেন, দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করতে হবে। আমার মেয়ে তার স্বামীর সাথে সুখী ছিল। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।