০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউসুফের গানে মুগ্ধ তুরস্ক

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 14

পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বখ্যাত গায়ক ইউসুফ ইসলামের কনসার্ট আয়োজিত হল তুরস্কের রাজধানী আঙ্কারায়। ক্যাট স্টিভেন্স নামে পরিচিত এই সংগীত শিল্পীকে গানের অনুষ্ঠানে সাদরে বরণ করে নেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও তাঁর স্ত্রী আমিনা এরদোগান। তুরস্কের বুকে এই প্রথম গান গাইলেন ইউসুফ ইসলাম। আমিনা এরদোগান বলেন, ‘বিখ্যাত গায়ক ইউসুফ ইসলাম তাঁর শিল্পের মাধ্যমে আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছেন।’ আরও বলেন, তুর্কি কবি ইউনুস এমরের থেকে অনুপ্রেরণা পেয়েই ইউসুফ গান করেন এবং এটা তাঁকে মুগ্ধ করেছে। এই অনুষ্ঠানে ইউসুফের গিটার হাতে মঞ্চে দেখা গিয়েছে প্রেসিডেন্ট রিসেপ এরদোগানকে। জানা গিয়েছে, এই কনসার্ট থেকে তোলা অর্থ ইসলামি দাতব্য সংস্থা ‘পিস ট্রেনকে’ পাঠানো হবে যার মাধ্যমে বিশ্বের বহু অসহায় মানুষ সহায়তা পাবেন।

আরও পড়ুন: আজান শুনে মাথা নত করে গান থামিয়ে দিলেন সালমান খান ঘনিষ্ঠ শেহনাজ গিল
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউসুফের গানে মুগ্ধ তুরস্ক

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বখ্যাত গায়ক ইউসুফ ইসলামের কনসার্ট আয়োজিত হল তুরস্কের রাজধানী আঙ্কারায়। ক্যাট স্টিভেন্স নামে পরিচিত এই সংগীত শিল্পীকে গানের অনুষ্ঠানে সাদরে বরণ করে নেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও তাঁর স্ত্রী আমিনা এরদোগান। তুরস্কের বুকে এই প্রথম গান গাইলেন ইউসুফ ইসলাম। আমিনা এরদোগান বলেন, ‘বিখ্যাত গায়ক ইউসুফ ইসলাম তাঁর শিল্পের মাধ্যমে আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছেন।’ আরও বলেন, তুর্কি কবি ইউনুস এমরের থেকে অনুপ্রেরণা পেয়েই ইউসুফ গান করেন এবং এটা তাঁকে মুগ্ধ করেছে। এই অনুষ্ঠানে ইউসুফের গিটার হাতে মঞ্চে দেখা গিয়েছে প্রেসিডেন্ট রিসেপ এরদোগানকে। জানা গিয়েছে, এই কনসার্ট থেকে তোলা অর্থ ইসলামি দাতব্য সংস্থা ‘পিস ট্রেনকে’ পাঠানো হবে যার মাধ্যমে বিশ্বের বহু অসহায় মানুষ সহায়তা পাবেন।

আরও পড়ুন: আজান শুনে মাথা নত করে গান থামিয়ে দিলেন সালমান খান ঘনিষ্ঠ শেহনাজ গিল