১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হতদরিদ্র পরিবারের ছেলে জাকারিয়ার নজরকাড়া সাফল্য, নিট পরীক্ষায় কাঁপিয়ে দিল কালিয়াচক

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৬ জুন ২০২৫, সোমবার
  • / 131

পুবের কলম ওয়েবডেস্ক: অভাব-অনটনের মধ্যেও স্বপ্ন দেখে কিভাবে জয় করা যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে মালদার কালিয়াচক-৩ নম্বর ব্লকের চরবাবুপুর নতুন বেগুনটোলার হযরত জাকারিয়া। এক বিড়ি শ্রমিকের সন্তান হয়েও এবছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় অসাধারণ ফল করে তাক লাগিয়ে দিয়েছে সে।

৭২০-এর মধ্যে ৫৯৪ নম্বর পেয়ে এবং সর্বভারতীয় র‍্যাঙ্ক ১৮৫৮ অর্জন করে জাকারিয়া হয়ে উঠেছে কালিয়াচকের সেরা পরীক্ষার্থী। তার ইচ্ছা, ভবিষ্যতে একজন হৃদরোগ বিশেষজ্ঞ (কার্ডিওলজিস্ট) হিসেবে গরিব মানুষদের পাশে দাঁড়ানো।

জাকারিয়ার বাবা সাজাহান আলি কালিয়াচকের ১৬ মাইল এলাকায় একটি বিড়ি কারখানায় শ্রমিকের কাজ করেন। আট সদস্যের পরিবার—ছয় ছেলে, দুই মেয়ে, স্ত্রী উলেমা বিবি এবং বৃদ্ধা মা—নিয়ে সংসার চালানো একপ্রকার সংগ্রামই। কিন্তু কঠোর পরিশ্রম ও সন্তানদের প্রতি অটুট বিশ্বাসে পেছনে হটেননি সাজাহান।

আরও পড়ুন: নিট পরীক্ষায় সফল বাসন্তীর কৃষক পরিবারে সন্তান

জাকারিয়া ছোটবেলা থেকেই ছিল মেধাবী। তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে স্থানীয় ‘আল ইকরা মিশন’ স্কুলে। এরপর কলকাতার জিডি একাডেমির পরিচালক নুরুল হকের সহায়তায় স্বল্প খরচে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। কঠোর অধ্যবসায় আর পরিবার ও শিক্ষকদের সহযোগিতায় আজ সে উঠে এসেছে সাফল্যের শীর্ষে।

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিকেল এন্টান্স পরীক্ষায় সফল জয়নগরের বহড়ুর মেধাবী ছাত্রী তিস্তা

জাকারিয়ার এই সাফল্যে গর্বিত শুধু তার পরিবার নয়, খুশির জোয়ার বইছে গোটা কালিয়াচক জুড়েই। হতদরিদ্র পরিবার থেকেও বড়ো স্বপ্ন দেখার সাহস করে যে সে সফল, সেটাই নতুন করে প্রমাণ করলো জাকারিয়া।

আরও পড়ুন: BREAKING, প্রকাশিত হল  নিট ইউজি ২০২৫ সালের ফলাফল, প্রথম মহেশ কুমার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হতদরিদ্র পরিবারের ছেলে জাকারিয়ার নজরকাড়া সাফল্য, নিট পরীক্ষায় কাঁপিয়ে দিল কালিয়াচক

আপডেট : ১৬ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: অভাব-অনটনের মধ্যেও স্বপ্ন দেখে কিভাবে জয় করা যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে মালদার কালিয়াচক-৩ নম্বর ব্লকের চরবাবুপুর নতুন বেগুনটোলার হযরত জাকারিয়া। এক বিড়ি শ্রমিকের সন্তান হয়েও এবছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় অসাধারণ ফল করে তাক লাগিয়ে দিয়েছে সে।

৭২০-এর মধ্যে ৫৯৪ নম্বর পেয়ে এবং সর্বভারতীয় র‍্যাঙ্ক ১৮৫৮ অর্জন করে জাকারিয়া হয়ে উঠেছে কালিয়াচকের সেরা পরীক্ষার্থী। তার ইচ্ছা, ভবিষ্যতে একজন হৃদরোগ বিশেষজ্ঞ (কার্ডিওলজিস্ট) হিসেবে গরিব মানুষদের পাশে দাঁড়ানো।

জাকারিয়ার বাবা সাজাহান আলি কালিয়াচকের ১৬ মাইল এলাকায় একটি বিড়ি কারখানায় শ্রমিকের কাজ করেন। আট সদস্যের পরিবার—ছয় ছেলে, দুই মেয়ে, স্ত্রী উলেমা বিবি এবং বৃদ্ধা মা—নিয়ে সংসার চালানো একপ্রকার সংগ্রামই। কিন্তু কঠোর পরিশ্রম ও সন্তানদের প্রতি অটুট বিশ্বাসে পেছনে হটেননি সাজাহান।

আরও পড়ুন: নিট পরীক্ষায় সফল বাসন্তীর কৃষক পরিবারে সন্তান

জাকারিয়া ছোটবেলা থেকেই ছিল মেধাবী। তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে স্থানীয় ‘আল ইকরা মিশন’ স্কুলে। এরপর কলকাতার জিডি একাডেমির পরিচালক নুরুল হকের সহায়তায় স্বল্প খরচে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। কঠোর অধ্যবসায় আর পরিবার ও শিক্ষকদের সহযোগিতায় আজ সে উঠে এসেছে সাফল্যের শীর্ষে।

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিকেল এন্টান্স পরীক্ষায় সফল জয়নগরের বহড়ুর মেধাবী ছাত্রী তিস্তা

জাকারিয়ার এই সাফল্যে গর্বিত শুধু তার পরিবার নয়, খুশির জোয়ার বইছে গোটা কালিয়াচক জুড়েই। হতদরিদ্র পরিবার থেকেও বড়ো স্বপ্ন দেখার সাহস করে যে সে সফল, সেটাই নতুন করে প্রমাণ করলো জাকারিয়া।

আরও পড়ুন: BREAKING, প্রকাশিত হল  নিট ইউজি ২০২৫ সালের ফলাফল, প্রথম মহেশ কুমার