জায়নবাদীরা ভুল করেছে, বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে, হুঙ্কার আয়াতুল্লাহ খামেনির

- আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার
- / 160
পুবের কলম ওয়েবডেস্ক: ইরানে মার্কিন হামলার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইসরাইলে হামলা জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, “জায়নবাদীরা বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে। এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে—এখনই পাচ্ছে।”
গত ১৩ জুন ইরানে ইসরাইলি বাহিনীর হামলার পর ইরানও পাল্টা হামলা চালায়। সেই সময় থেকেই নিরাপত্তার কারণে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ৮৬ বছর বয়সি খামেনি। তিনি সরাসরি সবধরনের যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন।
একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত, খামেনি আশঙ্কা করছেন ইসরাইল বা যুক্তরাষ্ট্র তাঁকে হত্যার চেষ্টা করতে পারে। সেই আশঙ্কায় তিনি নতুন শীর্ষ নেতা বাছাইয়ের জন্য আগাম নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ইরানের শীর্ষ নেতা হিসাবে আইনসভা, বিচারব্যবস্থা ও সামরিক বাহিনীর সর্বোচ্চ নিয়ন্ত্রণ খামেনির হাতেই কেন্দ্রীভূত।