০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জুবিন গর্গের মৃত্যু তদন্তে নয়া মোড়, গ্রেফতার খুড়তুতো ভাই
আবুল খায়ের
- আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
- / 170
পুবের কলম, ওয়েব ডেস্কঃ অহমিয়া গায়ক জুবিন গর্গের মৃত্যুতে এবার চাঞ্চল্যকর মোড়। বুধবার সকালে গায়কের মৃত্যুর তদন্তে গ্রেফতার করা হয় তাঁর খুড়তুতো ভাই সন্দীপন গর্গকে। সিঙ্গাপুরে ২০ সেপ্টেম্বর রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় গায়কের। সেই সময় জুবিনের সঙ্গে ছিলেন তাঁর ভাই সন্দীপন।
সন্দীপন গর্গ এই মামলায় গ্রেফতার হওয়া পঞ্চম ব্যক্তি। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন গায়ক। সেখানেই অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন। এসআইটি প্রধান তথা স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘গায়ক জুবিন গর্গের মৃত্যু মামলায় সন্দীপন গর্গ নামে এক এপিএস অফিসারকে গ্রেফতার করেছে অসম পুলিসের সিআইটি/সিআইডি। তাঁর বিরুদ্ধে খুন, খুন না হলেও গুরুতর দায়িত্বজ্ঞানহীন কাজের ফলে মৃত্যু, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলায় মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
এ দিন সকালে সন্দীপন গার্গকে স্থানীয় আদালতে তোলা হয় এবং তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। যদিও এসআইটি তাকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছিল।
Tag :
Zubeen Garg































