এক কোটির মাইলফলক ছুঁল ‘স্বাস্থ্য সাথী’, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
- / 70
পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গ সরকারের সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’ এক নতুন মাইলফলক স্পর্শ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফেসবুকে জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই প্রকল্পের আওতায় এক কোটিরও বেশি হাসপাতালে ভর্তি সম্পন্ন হয়েছে। এই সময়ের মধ্যে রাজ্যের নাগরিকদের মোট ১৩,১৫৬ কোটি টাকার ক্যাশলেস স্বাস্থ্য সুবিধা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে রাজ্য বাজেট থেকেই বহন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের যে কোনও বাসিন্দা, যদি অন্য কোনও রাজ্য-স্পন্সরড স্বাস্থ্য প্রকল্পের আওতায় না থাকেন, তবে তিনি ‘স্বাস্থ্য সাথী’-র সুবিধা নিতে পারবেন। বর্তমানে রাজ্যের ৮.৫ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন, শক্তিশালী আইটি প্ল্যাটফর্ম এবং হাসপাতাল অংশীদারদের সময়মতো অর্থ প্রদান ব্যবস্থার ফলে প্রকল্পের সুবিধাভোগীরা দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্য, “পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে, বিশেষ করে কঠিন সময়ে।”



























