০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড ভেঙে ফাইনালে ভারত! জেমিমার ব্যাটে স্বপ্নপূরণের দোরগোড়ায় নারী ব্রিগেড

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
  • / 321

 

অবিশ্বাস্য! রেকর্ড রান তাড়া করে এক ঐতিহাসিক জয়,এবং সেই জয়ের নায়িকা জেমিমা রডরিগজ! বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে যে ভাবে ভারতীয় মহিলা দল ৩৩৯ রানের পাহাড় পেরিয়ে ফাইনালে পৌঁছল, তা রীতিমতো রূপকথার মতো।

অস্ট্রেলিয়া সাতবারের চ্যাম্পিয়ন, তবু হার মানল হরমনপ্রীত কৌরের দলের সামনে। কঠিন মুহূর্তে ১৩৪ বলে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেললেন জেমিমা। শুধু ব্যাটেই নয়, বল হাতেও নিলেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট! হরমনপ্রীতের সঙ্গে তাঁর ১৬৭ রানের জুটি ভারতকে পৌঁছে দেয় বিজয়ের দোরগোড়ায়।

রবিবার বিকেল তিনটেয় মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা,আর গোটা দেশ এখন তাকিয়ে সেই ফাইনালের দিকে। তৃতীয়বারের মতো মহিলা একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠল ভারত, এবং এবার লক্ষ্য একটাই ,ইতিহাস লেখা!

দলের কোচ অমল মুজুমদার বলেন, “জেমিমার ইনিংসটা শুধু ক্রিকেট নয়, এক অনুপ্রেরণা। ও পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে নিয়েছে।” এখন দেশের কণ্ঠে একটাই স্লোগান,চলো মেয়েরা, কাপ ঘরে আনো!

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেকর্ড ভেঙে ফাইনালে ভারত! জেমিমার ব্যাটে স্বপ্নপূরণের দোরগোড়ায় নারী ব্রিগেড

আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার

 

অবিশ্বাস্য! রেকর্ড রান তাড়া করে এক ঐতিহাসিক জয়,এবং সেই জয়ের নায়িকা জেমিমা রডরিগজ! বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে যে ভাবে ভারতীয় মহিলা দল ৩৩৯ রানের পাহাড় পেরিয়ে ফাইনালে পৌঁছল, তা রীতিমতো রূপকথার মতো।

অস্ট্রেলিয়া সাতবারের চ্যাম্পিয়ন, তবু হার মানল হরমনপ্রীত কৌরের দলের সামনে। কঠিন মুহূর্তে ১৩৪ বলে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেললেন জেমিমা। শুধু ব্যাটেই নয়, বল হাতেও নিলেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট! হরমনপ্রীতের সঙ্গে তাঁর ১৬৭ রানের জুটি ভারতকে পৌঁছে দেয় বিজয়ের দোরগোড়ায়।

রবিবার বিকেল তিনটেয় মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা,আর গোটা দেশ এখন তাকিয়ে সেই ফাইনালের দিকে। তৃতীয়বারের মতো মহিলা একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠল ভারত, এবং এবার লক্ষ্য একটাই ,ইতিহাস লেখা!

দলের কোচ অমল মুজুমদার বলেন, “জেমিমার ইনিংসটা শুধু ক্রিকেট নয়, এক অনুপ্রেরণা। ও পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে নিয়েছে।” এখন দেশের কণ্ঠে একটাই স্লোগান,চলো মেয়েরা, কাপ ঘরে আনো!