এক ধাক্কায় নেমে এলো কলকাতার তাপমাত্রা, ৮ মাসের মধ্যে সর্বনিম্নে পারদ
- আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, বুধবার
- / 19
কলকাতায় শীতের আমেজ বাড়ছে। রবিবারের ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে সোমবার হঠাৎই দুই ডিগ্রির বেশি কমে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলজি (আইআইটিএম)–এর তথ্য অনুযায়ী, গত ২৮৯ দিনে মহানগরের তাপমাত্রা আর এতটা নিচে নামেনি। শেষবার ৯ ফেব্রুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে।
টানা আট দিন ধরে রাতের তাপমাত্রা ১৮–১৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও সোমবার হঠাৎই তা নেমে গেল ১৬ ডিগ্রির ঘরে।
আবহবিদরা জানিয়েছেন, দেশের উত্তর-পশ্চিম দিক থেকে ঢুকতে থাকা ঠান্ডা বাতাসের গতি বাড়ায় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা এই মুহূর্তে নিম্নমুখী। চলতি মরশুমে এ–ই প্রথম কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়ও শীত জোরদার হচ্ছে।
শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১২.২°C
কল্যাণীতে ১২.৮°C
আলিপুরদুয়ারে ১৩°C
সিউড়িতে ১৩.২°C
কোচবিহারে ১৩.৬°C
মৌসম ভবনের পূর্বাভাস, বঙ্গোপসাগর শান্ত থাকলে আরও নিরবচ্ছিন্নভাবে ঠান্ডা বাতাস ঢুকতে পারবে, ফলে দক্ষিণবঙ্গে শীত আরও জাঁকিয়ে বসার সম্ভাবনা রয়েছে।



























