পুবের কলম, ওয়েবডেস্ক: হিন্দু পরিবারগুলিকে একের বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে জন্মহার তুলনামূলক বেশি হলেও হিন্দুদের মধ্যে তা ক্রমশ কমছে। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সন্তান জন্মের হার বেশি। কিন্তু হিন্দুদের মধ্যে সন্তান জন্মের হার কমে আসছে। এখানে একটা স্পষ্ট পার্থক্য রয়েছে।” হিন্দু পরিবারগুলিকে বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন হেমন্ত। তিনি বলেন, “এই কারণেই আমরা হিন্দুদের বলছি, যেন তারা এক সন্তানেই থেমে না যায়। অন্তত দু’টি সন্তান নিক। যাঁরা পারেন, তাঁরা তিনটি সন্তানও নিন।”
একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ করে বলেন, “আমরা মুসলিমদের বলি সাত-আটটি সন্তান না নিতে, আর হিন্দুদের বলি আরও সন্তান নিতে। তা না হলে হিন্দুদের ঘর দেখাশোনা করার মতো কেউ থাকবে না।” এর আগেও, গত ২৭ ডিসেম্বর অসমের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় তিনি দাবি করেন, ২০২৭ সালের জনগণনায় বাংলাদেশি-উৎপত্তির মিয়া মুসলিমদের সংখ্যা রাজ্যের মোট জনসংখ্যার ৪০ শতাংশে পৌঁছতে পারে।




























