জেলায় জেলায় ইডি-র তল্লাশি

- আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 55
বালি পাচার মামলার তদন্তে ফের তৎপর হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা, ঝাড়গ্রাম, আসানসোল-সহ রাজ্যের মোট সাতটি জায়গায় একযোগে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তল্লাশির আওতায় এসেছে কলকাতার বেন্টিং স্ট্রিট, ঝাড়গ্রামের লালগড় ও গোপীবল্লভপুর, এবং আসানসোলের মুর্গাশোল এলাকা।
ইডি সূত্রে খবর, অভিযানে কয়েকজন বালি ব্যবসায়ীর আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মাত্র এক মাস আগেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল শেখ নামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, একসময় ভিলেজ পুলিশ হিসেবে কাজ করা জহিরুল পরবর্তীতে বালির ব্যবসায় যুক্ত হয়ে বিপুল সম্পদের মালিক হন।