জোটের ঐক্য শক্ত করতে কংগ্রেসের ‘আত্মবলিদান’, মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বীই

- আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 92
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠক করে লালু-পুত্র তেজস্বী যাদবকে জোটের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে ঘোষণা করল ইন্ডিয়া শিবির ৷ পাশাপাশি ভোটে জয়ী হলে উপ-মুখ্যমন্ত্রী হবেন বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানি। উল্লেখ্য, বুধবার আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন বিহার নির্বাচনের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা অশোক গেহলত৷ তারপরেই এই যৌথ সাংবাদিক বৈঠকের কথা জানানো হয়৷ বৃহস্পতিবার পটনায় এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিহার নির্বাচনের দায়িত্বে থাকা প্রবীণ নেতা অশোক গেহলত, প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ কুমার রাম, কংগ্রেস মুখপাত্র পবন খেরা, সিপিআই এম-এল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআই(এম) নেতা লালন চৌধরী এবং অন্য নেতারা৷
মহাগঠবন্ধন জোটের দলগুলির মধ্যে আসন বণ্টন নিয়ে মনোমালিন্য তৈরি হয়েছে বলে তোপ দেগেছিল শাসক শিবির৷ কিন্তু বারবারই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইন্ডিয়া শিবিরের নেতারা। ইন্ডিয়ার ঐক্য বজায় রাখতে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে উপ-মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিহারে জিতলেও সরকারে বড় পদ পাবে না কংগ্রেস। জোটসঙ্গীদের দাবিতে মাথা নোয়াতে হল হাত শিবিরকে। তেজস্বী এই ঘোষণার পর বলেছেন, এটা কেবল আমার নয়, বিহারের যুবসমাজের লড়াই। একসঙ্গে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবেন। এর আগে বিহারের রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছিল, কে হবেন বিরোধী জোটের মুখ, সে নিয়ে আলোচনা হয় বিস্তর। তেজস্বীর পাশাপাশি আরও কয়েকটি নাম উঠে আসে। অবশেষে আরজেডি নেতার পক্ষেই সমর্থন দিল বাকি দলগুলো।