পুবের কলম, ওয়েবডেস্ক: বিরোধ মিটিয়ে ফের একসঙ্গে দুই ভাই। ২০ বছর পর উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে আবার একজোট হলেন। আসন্ন মুম্বই পুরসভা নির্বাচনে তারা একসঙ্গে লড়বেন। মহারাষ্ট্রে নতুন রাজনৈতিক সমীকরণ জন্ম নেওয়ার গুঞ্জনকে সত্যি করে বুধবারই এই ঘোষণা করেছেন তাঁরা। এদিন এক যুগ্ম সাংবাদিক সম্মেলনে রাজ ঠাকরে বলেন, ”আমি সরকারি ভাবে ঘোষণা করছি শিব সেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা একসঙ্গে ভোটে লড়বে। মুম্বই পাবে মারাঠি মেয়র।” সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠে উদ্ধব বলে ওঠেন, ”যাই ঘটে যাক না কেন, মুম্বই আমাদের সঙ্গেই থাকবে।”
এদিন শিবসেনা (ইউবিটি) ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে যৌথ বিবৃতি দিয়ে বলা হয়, আসন্ন ১৫ জানুয়ারির নির্বাচনে শিবসেনা ও এমএনএস জোট বেঁধে লড়বে। রাজ ঠাকরে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন যে মুম্বই মারাঠী মেয়র পাবে। পাশে বসে থাকা খুড়তুতো ভাই উদ্ধব ঠাকরেও বলেন, “যা-ই হয়ে যাক না কেন, মুম্বই আমাদের সঙ্গে থাকবে।”
উল্লেখ্য, গত জুলাইয়েই দীর্ঘ দুই দশক পরে তাঁদের পাশাপাশি দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জন ছিল, দুই তুতো ভাইয়ের হাত মেলানো স্রেফ সময়ের অপেক্ষা ছিল। অবশেষে ক্যামব্যাক করলেন তারা। মারাঠা রাজনীতিতে এটা বড় চমক।





























