২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড হাতে যুক্তরাজ্যে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

 

ফিলিস্তিনের সমর্থনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার গ্রেপ্তারের সময় থুনবার্গ ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড হাতে ছিলেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি।”
বিক্ষোভের আয়োজকদের দাবি, কেবল ওই প্ল্যাকার্ড প্রদর্শনের কারণেই গ্রেটা থুনবার্গকে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় আটক করা হয়েছে। তারা জানান, গ্রেটা অ্যাসপেন ইনসিওরেন্সের দপ্তরের বাইরে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমে জড়িত।
লন্ডন সিটি পুলিশ গ্রেটার নাম উল্লেখ না করে জানায়, ২২ বছর বয়সী এক তরুণীকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সমর্থনসূচক প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই থেকে যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটি নিষিদ্ধ। এরপর থেকে সংগঠনটির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ধর্ষকের জামিনের প্রতিবাদে দিল্লি গেটে ধর্না, উন্নাওয়ের নির্যাতিতাকে টেনে সরালো দিল্লি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড হাতে যুক্তরাজ্যে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার

 

ফিলিস্তিনের সমর্থনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার গ্রেপ্তারের সময় থুনবার্গ ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড হাতে ছিলেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি।”
বিক্ষোভের আয়োজকদের দাবি, কেবল ওই প্ল্যাকার্ড প্রদর্শনের কারণেই গ্রেটা থুনবার্গকে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় আটক করা হয়েছে। তারা জানান, গ্রেটা অ্যাসপেন ইনসিওরেন্সের দপ্তরের বাইরে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমে জড়িত।
লন্ডন সিটি পুলিশ গ্রেটার নাম উল্লেখ না করে জানায়, ২২ বছর বয়সী এক তরুণীকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সমর্থনসূচক প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই থেকে যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটি নিষিদ্ধ। এরপর থেকে সংগঠনটির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।