পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর নিয়ে একাধিক প্রশ্নের জবাব পেতে বুধবার জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যান তৃণমূলের প্রতিনিধি দল। যার নেতৃত্ব খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, পাঁচ দফা প্রশ্ন নিয়ে বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন আরও ৯ জন সাংসদ। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে অভিষেক জানান, যে পাঁচ দফা প্রশ্ন তাঁরা রেখেছিলেন, তার অধিকাংশ উত্তরই সঠিকভাবে দেয়নি কমিশন। অভিষেকের প্রশ্ন ছিল, যেখানে এসআইআর-এ বাংলায় সব থেকে কম নাম বাদ দিয়েছে, সেখানে কেন বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ করা হল?
রোহিঙ্গা, বাংলাদেশি ইস্যুতেও প্রশ্ন রাখেন অভিষেক। তাঁর দাবি, এই যে ৫৮ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি ও কতজন রোহিঙ্গা রয়েছেন, তাঁদের তালিকা প্রকাশের দাবি জানান তিনি। অভিষেক বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার জানেনই না বাংলায় ঠিকভাবে কীভাবে এসআইআর-এর কাজ সম্পন্ন হচ্ছে। এটা দেখেই বোঝা যাচ্ছে, ওপর থেকে কেউ নির্দেশ দিচ্ছেন, সেই মতো তিনি কাজ করছেন। বাংলার ক্ষেত্রে গোটা বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়।”




























