পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের পাল্টা এবার কূটনৈতিক চাপ ভারতের। এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল নয়াদিল্লি। বাংলাদেশের মাটিতে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হল রিয়াজ হামিদুল্লাহকে। সাত দিনের মধ্যে দু’বার বাংলাদেশ হাইকমিশনারকে সাউথ ব্লকে তলব বেনজির ঘটনা। ওয়াকিবহাল মহল মনে করছে, ভারত-বাংলাদেশ কূটনৈতিক সংঘাত চরমে।
গত কয়েকদিন ধরে উত্তাপ্ত বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে বেশকিছু ভিসাকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এরপর গত সোমবার একরাতে ভারতে বাংলাদেশের তিনটি ভিসাকেন্দ্র বন্ধ করে দেয় ঢাকা। মঙ্গলবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের বিদেশসচিব আসাদ আলম সিয়াম।
বাংলাদেশের পাল্টা এবার ভারতের বিদেশ মন্ত্রক তলব করল বাংলাদেশের হাইকমিশনারকে। কূটনৈতিক মহল বলছে, বাংলাদেশের হাইকমিশনের কর্মীরা ভারতে সুরক্ষিত রয়েছেন। কিন্তু, ইউনূস প্রশাসন নিজের দেশে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কোনও পদক্ষেপ করছে না।




























