ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়েছে। মাদক-সন্ত্রাসের অভিযোগে চালানো এই অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রীকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। এর জেরে আজ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
ইউরোপের একাধিক দেশ, চিন ও রাশিয়া এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা করেছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হুঁশিয়ারি। মাদুরোকে মুক্তি না দিলে বড় সংঘাতের ইঙ্গিত দিয়ে তিনি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মহড়া চালান।
এদিকে ভেনেজুয়েলার দাবি, মার্কিন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ভারতও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক মহলে এখন বড় যুদ্ধের আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে।
০৬ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ভেনেজুয়েলা সংকট ঘিরে দুনিয়াজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্ব যুদ্ধের আশঙ্কা
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ৫ জানুয়ারী ২০২৬, সোমবার
- 41
ট্যাগ :
সর্বধিক পাঠিত


























