ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে রেল। রবিবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশে টাটানগর–এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউদাউ করে আগুন ধরে যায় ট্রেনের দুটি বাতানুকূল কামরায়। আগুনে পুড়ে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। তবে নিহতের সংখ্যা আর বাড়েনি বলে রেল সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লি এলাকায়, যা বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত পৌনে একটার দিকে আগুন লাগার খবর আসে। ট্রেনের প্যান্ট্রি কারের ঠিক পাশেই থাকা বি১ এবং এম২ কোচে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ওই দুই কামরায় মোট ১৫৮ জন যাত্রী ছিলেন—বি১ কামরায় ৮২ জন এবং এম২ কামরায় ৭৬ জন।
লোকো পাইলটদের নজরে আগুন পড়তেই সঙ্গে সঙ্গে ট্রেন থামানো হয়। আগুনের শিখা দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত তাঁদের কামরা থেকে নামিয়ে আনা হয়। স্থানীয় দমকল বাহিনীর সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু হলেও শেষ পর্যন্ত দুটি কামরাই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও তাঁদের অধিকাংশের লাগেজ ও ব্যক্তিগত সামগ্রী আগুনে নষ্ট হয়ে গেছে।
আগুন নেভানোর পর বি১ কামরা থেকে এক বৃদ্ধের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। নিহতের নাম চন্দ্রশেখর সুন্দর (৭০)। তিনি বিজয়ওয়াড়ার বাসিন্দা। দাউদাউ করে জ্বলতে থাকা কামরা থেকে বেরোতে না পারায় তাঁর মৃত্যু হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত এক জন ছাড়া বাকি সব যাত্রী নিরাপদ আছেন। দুর্ঘটনার পর পুড়ে যাওয়া কামরাগুলি সরিয়ে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উল্লেখ্য, ওই ট্রেনে মোট প্রায় ২ হাজার যাত্রী ছিলেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল ও স্থানীয় প্রশাসন।





























