২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম ল’বোর্ডের সভাপতি নির্বাচন,ইন্দোরে বসছে বিশেষ সভা

শফিকুল ইসলাম
  • আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার
  • / 28

পুবের কলম ডেস্ক:

 

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড ১৯৭৩ সালে গঠিত একটি বেসরকারি সংস্থা যা ভারতীয় মুসলমানদের শরীয়াহ আইন সংরক্ষণ এবং প্রয়োগের জন্য কাজ করে,বিশেষভাবে মুসলিম ব্যক্তিগত আইনের জন্য লড়াই করে।বোর্ড নিজেকে ভারতীয় মুসলমানদের মতামতের শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে উপস্থাপন করে।বোর্ডে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে এবং এর সদস্যদের মধ্যে ভারতীয় মুসলিম সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ, পন্ডিত, আইনজীবী, রাজনীতিবিদ এবং অন্যান্য পেশাদার ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।
মাওলানা রাবে হাসানি নাদভির ইন্তেকালের পর মুসলিম ল বোর্ডে সভাপতির পদটি শূন্য হয়ে যায়।আজ ৩জুন সভাপতি পদে নির্বাচনের জন্য ইন্দোরে বৈঠকে বসছে ল বোর্ড।
মাওলানা আরশাদ মাদানি সভাপতি পদের প্রধান দাবিদার ছিলেন কিন্তু তিনি তার দাবি থেকে সরে আসছেন, জমিয়ত উলেমা হিন্দ সূত্রে এ কথা জানা গেছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে।মাওলানা সাজ্জাদ নোমানি শীর্ষ পদের জন্য জনপ্রিয় পছন্দ হিসাবে আবির্ভূত হয়েছেন৷
জমিয়তের ঘনিষ্ঠ সূত্রগুলি জানাচ্ছে যে মাওলানা আরশাদ মাদানি তার স্বাস্থ্য সমস্যার কারণে ল’ বোর্ডের ইন্দোর সভায় যোগ নাও দিতে পারেন।
মাওলানা আরশাদ মাদানি, যাকে একজন শক্তিশালী প্রতিযোগী হিসাবে দেখা হচ্ছিল কিন্তু সভাপতি পদে বসতে চাননা বলে সূত্রের খবর। এরপর সভাপতি পদে মাওলানা মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানির নাম নিয়ে চর্চা হচ্ছে।
টুইটারে নিউজ পোর্টাল ‘মুসলিম মিরর’ পরিচালিত একটি অনলাইন সমীক্ষায় মাওলানা সাজ্জাদ নোমানি এই পোস্টের জন্য সবচেয়ে জনপ্রিয় পছন্দ হিসাবে আবির্ভূত হয়েছেন,তিনি মোট ভোটের ৭১% পেয়েছেন, তারপরে মাওলানা আরশাদ মাদানি ১৬% পেয়েছেন এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী পেয়েছেন মোট ভোটের ১৪%। ৭১৪ জন বিশিষ্ট মুসলিম বুদ্ধিজীবী, পণ্ডিত, গবেষক, শিক্ষাবিদ, পেশাদার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই সমীক্ষা জরিপে অংশ নিয়েছিলেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম ল’বোর্ডের সভাপতি নির্বাচন,ইন্দোরে বসছে বিশেষ সভা

আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম ডেস্ক:

 

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড ১৯৭৩ সালে গঠিত একটি বেসরকারি সংস্থা যা ভারতীয় মুসলমানদের শরীয়াহ আইন সংরক্ষণ এবং প্রয়োগের জন্য কাজ করে,বিশেষভাবে মুসলিম ব্যক্তিগত আইনের জন্য লড়াই করে।বোর্ড নিজেকে ভারতীয় মুসলমানদের মতামতের শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে উপস্থাপন করে।বোর্ডে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে এবং এর সদস্যদের মধ্যে ভারতীয় মুসলিম সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ, পন্ডিত, আইনজীবী, রাজনীতিবিদ এবং অন্যান্য পেশাদার ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।
মাওলানা রাবে হাসানি নাদভির ইন্তেকালের পর মুসলিম ল বোর্ডে সভাপতির পদটি শূন্য হয়ে যায়।আজ ৩জুন সভাপতি পদে নির্বাচনের জন্য ইন্দোরে বৈঠকে বসছে ল বোর্ড।
মাওলানা আরশাদ মাদানি সভাপতি পদের প্রধান দাবিদার ছিলেন কিন্তু তিনি তার দাবি থেকে সরে আসছেন, জমিয়ত উলেমা হিন্দ সূত্রে এ কথা জানা গেছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে।মাওলানা সাজ্জাদ নোমানি শীর্ষ পদের জন্য জনপ্রিয় পছন্দ হিসাবে আবির্ভূত হয়েছেন৷
জমিয়তের ঘনিষ্ঠ সূত্রগুলি জানাচ্ছে যে মাওলানা আরশাদ মাদানি তার স্বাস্থ্য সমস্যার কারণে ল’ বোর্ডের ইন্দোর সভায় যোগ নাও দিতে পারেন।
মাওলানা আরশাদ মাদানি, যাকে একজন শক্তিশালী প্রতিযোগী হিসাবে দেখা হচ্ছিল কিন্তু সভাপতি পদে বসতে চাননা বলে সূত্রের খবর। এরপর সভাপতি পদে মাওলানা মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানির নাম নিয়ে চর্চা হচ্ছে।
টুইটারে নিউজ পোর্টাল ‘মুসলিম মিরর’ পরিচালিত একটি অনলাইন সমীক্ষায় মাওলানা সাজ্জাদ নোমানি এই পোস্টের জন্য সবচেয়ে জনপ্রিয় পছন্দ হিসাবে আবির্ভূত হয়েছেন,তিনি মোট ভোটের ৭১% পেয়েছেন, তারপরে মাওলানা আরশাদ মাদানি ১৬% পেয়েছেন এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী পেয়েছেন মোট ভোটের ১৪%। ৭১৪ জন বিশিষ্ট মুসলিম বুদ্ধিজীবী, পণ্ডিত, গবেষক, শিক্ষাবিদ, পেশাদার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই সমীক্ষা জরিপে অংশ নিয়েছিলেন।