রাজ্যে ১২ হাজার ভুয়ো সংস্থার হদিশ, জিএসটি ফাঁকি রুখতে কঠোর সরকার

- আপডেট : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 85
পশ্চিমবঙ্গে জিএসটি ফাঁকি রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্যের অর্থদপ্তর। কমার্শিয়াল ট্যাক্স বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে নতুন রেজিস্ট্রেশনের জন্য করা ৪০ হাজারের বেশি আবেদন বাতিল করা হয়েছে। পাশাপাশি ১২ হাজার ভুয়ো সংস্থাকে চিহ্নিত করে তাদের রেজিস্ট্রেশনও বাতিল করেছে সরকার। এসব সংস্থার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না, শুধুমাত্র কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল।
দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় সাত হাজার সংস্থায় হানাদারি চালানো হয়েছে, যার ফলে রাজস্ব আদায় বেড়েছে ৮৭০ কোটি টাকা। এছাড়া আধার যাচাই ও সরেজমিন পরিদর্শন শুরু হয়েছে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে। রাজ্য সরকার জানিয়েছে, শুধু বৈধ ও নিয়মমাফিক সংস্থাকেই রেজিস্ট্রেশন দেওয়া হবে। ব্যবসার নামে প্রতারণা রুখতেই এই কড়াকড়ি।