০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্নাতকদের হলেই হবে ! লক্ষাধিক কর্মী নিয়োগ TCS, Infosys, Wipro-তে হচ্ছে

মাসুদ আলি
  • আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার
  • / 67

পুবের কলম ওয়েবডেস্ক : স্নাতক ও ফ্রেশার্সদের জন্য বিরাট সুযোগ।চলতি অর্থবর্ষেই ফের বড়সড় চাকরির সুযোগ দিচ্ছে আইটি কোম্পানিগুলি। প্রায় এক লক্ষেরও বেশি ফ্রেশার নিয়োগ করতে চলেছে আইটি জায়েন্ট সংস্থাগুলি। টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS), ইনফোসিস (Infosys), উইপ্রো (Wipro), এইচসিএল টেকনোলজি (HCL Technology) সহ বিভিন্ন সংস্থা জানিয়েছে, চলতি অর্থবর্ষেই ১ লক্ষ ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে।

২০২১-২২ অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে প্রায় ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে এই সংস্থাগুলি। যার জেরে অর্থবর্ষের প্রথম ছয় মাসেই ১ লক্ষে পৌঁছেছে কর্মী নিয়োগের সংখ্যা। যা দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নজির। সমীক্ষায় দাবি, ভারতের মোট ওয়ার্কফোর্সের এক চতুর্থাংশেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছেন এই চার সংস্থায়।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ, ইইওসির তদন্তের মুখে টিসিএস

গত কয়েক বছরে আইটি কোম্পানিগুলিতে ব্যাপকভাবে ওয়ার্কফোর্স কমেছে। যার জেরেই এই নিয়োগ। বেশিরভাগই সদ্য গ্র্যাজুয়েট প্রার্থীদেরই নিয়োগ করা হবে। বিগত ছয় মাসে ৩৫ হাজার ফ্রেশার নিয়োগ করেছে টিসিএস। অর্থবর্ষের বাকি ছয় মাসেও ৭৮ হাজার কর্মী নিয়োগ করা হবে। ৪৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে ইনফোসিস। ৮ হাজার ১০০টি শূন্যপদে নিয়োগ করবে উইপ্রো।

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

এদিকে সরাসরি কলেজে ক্যাম্পাসিং থেকেই ২০ থেকে ২২ হাজার ছেলেমেয়ে নিয়োগ করবে এইচসিএল টেকনোলজি। তবে নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণেও জোর দেওয়া হবে বলে জানাচ্ছে সংস্থাগুলি।
এমনিতে দেশে কর্ম সংস্থান কমেছে ব্যাপকভাবে। করোনা পরিস্থিতি কর্মসংস্থানের হাল আরও খারাপ করে ছেড়েছে। এই সময়ে বহু মানুষ কাজ হারিয়েছেন। ছোট ও মাঝারি ব্যবসার দফা রফা।চাকরির জন্য মুখিয়ে আছে নতুন প্রজন্ম। এমন পরিস্থিতে চাকরির এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্নাতকদের হলেই হবে ! লক্ষাধিক কর্মী নিয়োগ TCS, Infosys, Wipro-তে হচ্ছে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : স্নাতক ও ফ্রেশার্সদের জন্য বিরাট সুযোগ।চলতি অর্থবর্ষেই ফের বড়সড় চাকরির সুযোগ দিচ্ছে আইটি কোম্পানিগুলি। প্রায় এক লক্ষেরও বেশি ফ্রেশার নিয়োগ করতে চলেছে আইটি জায়েন্ট সংস্থাগুলি। টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS), ইনফোসিস (Infosys), উইপ্রো (Wipro), এইচসিএল টেকনোলজি (HCL Technology) সহ বিভিন্ন সংস্থা জানিয়েছে, চলতি অর্থবর্ষেই ১ লক্ষ ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে।

২০২১-২২ অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে প্রায় ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে এই সংস্থাগুলি। যার জেরে অর্থবর্ষের প্রথম ছয় মাসেই ১ লক্ষে পৌঁছেছে কর্মী নিয়োগের সংখ্যা। যা দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নজির। সমীক্ষায় দাবি, ভারতের মোট ওয়ার্কফোর্সের এক চতুর্থাংশেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছেন এই চার সংস্থায়।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ, ইইওসির তদন্তের মুখে টিসিএস

গত কয়েক বছরে আইটি কোম্পানিগুলিতে ব্যাপকভাবে ওয়ার্কফোর্স কমেছে। যার জেরেই এই নিয়োগ। বেশিরভাগই সদ্য গ্র্যাজুয়েট প্রার্থীদেরই নিয়োগ করা হবে। বিগত ছয় মাসে ৩৫ হাজার ফ্রেশার নিয়োগ করেছে টিসিএস। অর্থবর্ষের বাকি ছয় মাসেও ৭৮ হাজার কর্মী নিয়োগ করা হবে। ৪৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে ইনফোসিস। ৮ হাজার ১০০টি শূন্যপদে নিয়োগ করবে উইপ্রো।

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

এদিকে সরাসরি কলেজে ক্যাম্পাসিং থেকেই ২০ থেকে ২২ হাজার ছেলেমেয়ে নিয়োগ করবে এইচসিএল টেকনোলজি। তবে নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণেও জোর দেওয়া হবে বলে জানাচ্ছে সংস্থাগুলি।
এমনিতে দেশে কর্ম সংস্থান কমেছে ব্যাপকভাবে। করোনা পরিস্থিতি কর্মসংস্থানের হাল আরও খারাপ করে ছেড়েছে। এই সময়ে বহু মানুষ কাজ হারিয়েছেন। ছোট ও মাঝারি ব্যবসার দফা রফা।চাকরির জন্য মুখিয়ে আছে নতুন প্রজন্ম। এমন পরিস্থিতে চাকরির এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ