০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় ১ লক্ষ ৪০ হাজার প্রি বুকিং নতুন স্যামসং এস২৩

পুবের কলম ওয়েব ডেস্ক : ভারতের সর্ববৃহৎ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসং তাদের নতুন মডেলের স্মার্টফোন গ্যালাক্সি এস২৩ এদিন কলকাতার একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল। শোনা গিয়েছে, ভারতের বাজারে স্যামসংয়ের এই স্মার্টফোন লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড আগ্রিম বুকিং অর্ডার পেয়েছে। শেষ ২৪ ঘন্টায় তারা ১ লক্ষ ৪০ হাজারের বেশি সংখ্যান গ্যালাক্সি এস২৩ স্মার্ট ফোনটি প্রি-বুকিং অর্ডার পেয়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে অনলাইন ও অফলাইনে এই নয়া মোবাইল ফোনটি প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসং ইন্ডিয়ার মোবাইল বিজনেস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজু পুল্লান বলেন, ‘আমাদের নয়া আবিষ্কার গ্যালাক্সি এস২৩ মোবাইলটিতে রয়েছে যুগান্তকারি ক্যামেরা দক্ষতা। এটা নয়ডার ফ্যাক্টরিতে তৈরি হবে। এটা ভারতে উৎপাদন ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা এবং বিকাশের কাহিনীকে তুলে ধরবে।’
গ্যালাক্সি এস২৩ সিরিজ স্মার্টফোনটি নতুন প্রজন্মের জন্য একাধিক অত্যাধুনিক ফিচার এনেছে। এই মোবাইলে রয়েছে যুগান্তকারী ক্যামেরা দক্ষতা, অত্যাধুনিক গেমিং অভিজ্ঞতা এবং পরিবেশবান্ধব উপকরণ। নতুন এই ফোনে থাকছে আল্ট্রা অ্যাডাপটিভ পিক্সেল সহ একটি সম্পূর্ণ ২০০ মেগাপিক্সেলের সেন্সর। যেটা অসাধারণ ডিটেলস সহ ছবি ক্যাপচার করতে সক্ষম। গ্যালাক্সি এস২৩ সিরিজের মোবাইলের সামনের ক্যামেরায় নাইটোগ্রাফির পাশাপাশি থাকছে ডুয়াল পিক্সেল অটোফোকাস প্রযুক্তি। যার ফলে কম আলোতেও ফ্রন্স ক্যামেরা ঝকঝকে ছবি তুলবে। এই স্মার্টফোনের মাধ্যমে রাতে তোলা ভিডিয়ো মসৃণ এবং তীক্ষ্ণ আউটপুটের জন্য সুপার এইচডিআর, বর্ধিত শধ নিয়ন্ত্রণ অ্যালগরিদম এবং ২এক্স বিস্ত+ত ওআইএস সহ সিনেম্যাটিক হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৪ ঘন্টায় ১ লক্ষ ৪০ হাজার প্রি বুকিং নতুন স্যামসং এস২৩

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক : ভারতের সর্ববৃহৎ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসং তাদের নতুন মডেলের স্মার্টফোন গ্যালাক্সি এস২৩ এদিন কলকাতার একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল। শোনা গিয়েছে, ভারতের বাজারে স্যামসংয়ের এই স্মার্টফোন লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড আগ্রিম বুকিং অর্ডার পেয়েছে। শেষ ২৪ ঘন্টায় তারা ১ লক্ষ ৪০ হাজারের বেশি সংখ্যান গ্যালাক্সি এস২৩ স্মার্ট ফোনটি প্রি-বুকিং অর্ডার পেয়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে অনলাইন ও অফলাইনে এই নয়া মোবাইল ফোনটি প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসং ইন্ডিয়ার মোবাইল বিজনেস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজু পুল্লান বলেন, ‘আমাদের নয়া আবিষ্কার গ্যালাক্সি এস২৩ মোবাইলটিতে রয়েছে যুগান্তকারি ক্যামেরা দক্ষতা। এটা নয়ডার ফ্যাক্টরিতে তৈরি হবে। এটা ভারতে উৎপাদন ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা এবং বিকাশের কাহিনীকে তুলে ধরবে।’
গ্যালাক্সি এস২৩ সিরিজ স্মার্টফোনটি নতুন প্রজন্মের জন্য একাধিক অত্যাধুনিক ফিচার এনেছে। এই মোবাইলে রয়েছে যুগান্তকারী ক্যামেরা দক্ষতা, অত্যাধুনিক গেমিং অভিজ্ঞতা এবং পরিবেশবান্ধব উপকরণ। নতুন এই ফোনে থাকছে আল্ট্রা অ্যাডাপটিভ পিক্সেল সহ একটি সম্পূর্ণ ২০০ মেগাপিক্সেলের সেন্সর। যেটা অসাধারণ ডিটেলস সহ ছবি ক্যাপচার করতে সক্ষম। গ্যালাক্সি এস২৩ সিরিজের মোবাইলের সামনের ক্যামেরায় নাইটোগ্রাফির পাশাপাশি থাকছে ডুয়াল পিক্সেল অটোফোকাস প্রযুক্তি। যার ফলে কম আলোতেও ফ্রন্স ক্যামেরা ঝকঝকে ছবি তুলবে। এই স্মার্টফোনের মাধ্যমে রাতে তোলা ভিডিয়ো মসৃণ এবং তীক্ষ্ণ আউটপুটের জন্য সুপার এইচডিআর, বর্ধিত শধ নিয়ন্ত্রণ অ্যালগরিদম এবং ২এক্স বিস্ত+ত ওআইএস সহ সিনেম্যাটিক হবে।