একটা নাম বাদ গেলে ১ লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও, হুঁশিয়ারি কুণাল ঘোষের

- আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
- / 168
সফিকুল ইসলাম (দুলাল), কাটোয়া: এসআইআর নিয়ে ফের সরব হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাঁদরায় তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে কুণাল ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একজন আসল ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে পশ্চিমবঙ্গ থেকে এক লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে।’
তিনি বলেন, ‘মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। তৃণমূল পরিবার এককাট্টা। বিজেপি এবার ভোটার তালিকায় কারচুপি করে নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে।’ কুণালের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভুয়ো ভোটার যুক্ত করছে, অন্য রাজ্যের নাম তালিকায় ঢুকিয়েছে।
এ দিনের সভায় উপস্থিত ছিলেন— সাংসদ অসিত মাল, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। মঞ্চ থেকে কুণাল বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘১০০ দিনের প্রকল্পে বিজেপি রাজ্যের মানুষের ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা আটকে রেখেছে। অথচ সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে দিয়েছেন।’
উত্তরবঙ্গের বিক্ষোভ প্রসঙ্গে কুণাল বলেন, ওটা সাধারণ মানুষের ক্ষোভ, তৃণমূলের নয়। বিজেপি মানুষের পাশে দাঁড়াতে না গিয়ে ছবি তুলতে গিয়েছিল, তাই জনগণ প্রতিরোধ করেছে। আত্মবিশ্বাসের সঙ্গে কুণাল ঘোষ জানান, ‘২০২৬ সালে তৃণমূল আড়াইশো আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে। মুখ্যমন্ত্রীর পদে পরিবর্তন হবে না, বরং বিরোধী দলনেতার পদে পরিবর্তন হবে, কারণ বিজেপির পর্যাপ্ত বিধায়ক থাকবে না।’