বিশ্বে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি এসি

- আপডেট : ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার
- / 24
বিশেষ প্রতিবেদন: দিনকে দিন বেড়েই চলছে বিশ্বের উষ্ণতা। যেসব দেশ আগে থেকেই উষ্ণ ছিল সেগুলো আরও উষ্ণ হচ্ছে যা গ্রীষ্মের সাধারণ তাপমাত্রাকে হুমকির মুখে ফেলছে। আগে যেসব দেশে গরম ছিল না, সেসব দেশে শুরু হয়েছে তাপপ্রবাহ। আর এই গরম থেকে বাঁচতে প্রচুর পরিমাণে বাতাস শীতল করার যন্ত্র এয়ার কন্ডিশনার (এসি) কিনছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক শক্তি সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে বিশ্বে প্রতি সেকেন্ডে ১০টি করে এসি বিক্রি হচ্ছে। এই ধারা ২০৫০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এসির সংখ্যা যতই বাড়ছে স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর এটি ততই চাপ ফেলছে। বর্তমানে ফ্যান, এসিসহ অন্যান্য যন্ত্রাংশগুলো প্রতি বছর ২ হাজার টেরাওয়াট বিদ্যুৎ শুষে নিচ্ছে। এটি আফ্রিকায় প্রতিবছর ব্যবহৃত বিদ্যুৎের আড়াই শতাংশের সমান। বিশ্বের উষ্ণতা বাড়ায় এবং নিজেদের ঠান্ডা রাখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বর্তমানে প্রত্যন্ত অঞ্চলে বাস করা বিশ্বের ১২০ কোটি মানুষ চরম ঝুঁকিতে আছেন। এদিকে, রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা সতর্ক করে জানিয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বের উষ্ণতা হবে সর্বোচ্চ। এটি এতটাই বেশি হবে যে বিগত দিনের সব রেকর্ড ভেঙে দিতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিপদের আশঙ্কা তৈরি হবে বলেও উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রসংঘের জলবায়ু সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এক বৈঠকের পর জানিয়েছে, আগামী ৫ বছর রেকর্ড তাপমাত্রা দেখতে চলেছে বিশ্ব। ৯৮ শতাংশ আশঙ্কা হল এই পাঁচ বছরের মধ্যে কোনও একটি বছরে তাপমাত্রা সর্বোচ্চ স্তরে পৌঁছবে।