২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুর্শিদাবাদে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত বাস চালক সহ আহত ১২, বাড়ছে মৃত্যুর আশঙ্কা

পুবের কলম, ওয়েবডেস্ক: মুর্শিদাবাদে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত বাস চালক। আহত কমপক্ষে ১২ জন। তবে ক্রমশই বাড়ছে মৃত্যুর আশঙ্কা। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই বাস চালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে রয়েছে দৌলতাবাদ থানার পুলিশ।

জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে অপরদিক থেকে বাসটি ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে।   সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা চারদিক। প্রায় কিছুই দেখা যাচ্ছিল না।

আরও পড়ুন: ওডিশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ; সরব তৃণমূল

দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান। স্থানীয় মানুষের কথায়, কুয়াশার মধ্যেও বাসের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। জলঙ্গি রাজ্য সড়ক এমননিতেই বেশি চওড়া নয়। কুয়াশার মধ্যে একটি গাড়ি পাশ কাটাতে গিয়েছিলেন বাস চালক। উল্টোদিক থেকে আসছিল একটি পণ্যবাহী লরি। বাসটি সজোরে গিয়ে লরিতে ধাক্কা মারে। বাস ও লরির সামনের অংশ একদম দুমড়ে মুচড়ে গিয়েছে।

আরও পড়ুন: চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

বাসের ভিতরেই আটকে পড়েন বহু যাত্রী। মারাত্মকভাবে জখম হন একাধিক জন। বাসের সামনের অংশটা রীতিমতো কেটে বার করে আনা হয় চালককে। সকলকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গিয়েছে। হাসপাতালে রয়েছে আহতদের পরিবারের সদস্যরা। বহু পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এই দুর্ঘটনায় প্রবল যানজট তৈরি হয় জলঙ্গি রাজ্য সড়কেও। পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ।

আরও পড়ুন: জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত

সর্বধিক পাঠিত

বিজেপির রাজ্যে ‘বেটি বাঁচাও’-এর এটাই বাস্তব চিত্র: সেঙ্গারের জামিন নিয়ে তোপ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবাদে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত বাস চালক সহ আহত ১২, বাড়ছে মৃত্যুর আশঙ্কা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মুর্শিদাবাদে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত বাস চালক। আহত কমপক্ষে ১২ জন। তবে ক্রমশই বাড়ছে মৃত্যুর আশঙ্কা। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই বাস চালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে রয়েছে দৌলতাবাদ থানার পুলিশ।

জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে অপরদিক থেকে বাসটি ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে।   সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা চারদিক। প্রায় কিছুই দেখা যাচ্ছিল না।

আরও পড়ুন: ওডিশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ; সরব তৃণমূল

দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান। স্থানীয় মানুষের কথায়, কুয়াশার মধ্যেও বাসের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। জলঙ্গি রাজ্য সড়ক এমননিতেই বেশি চওড়া নয়। কুয়াশার মধ্যে একটি গাড়ি পাশ কাটাতে গিয়েছিলেন বাস চালক। উল্টোদিক থেকে আসছিল একটি পণ্যবাহী লরি। বাসটি সজোরে গিয়ে লরিতে ধাক্কা মারে। বাস ও লরির সামনের অংশ একদম দুমড়ে মুচড়ে গিয়েছে।

আরও পড়ুন: চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

বাসের ভিতরেই আটকে পড়েন বহু যাত্রী। মারাত্মকভাবে জখম হন একাধিক জন। বাসের সামনের অংশটা রীতিমতো কেটে বার করে আনা হয় চালককে। সকলকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গিয়েছে। হাসপাতালে রয়েছে আহতদের পরিবারের সদস্যরা। বহু পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এই দুর্ঘটনায় প্রবল যানজট তৈরি হয় জলঙ্গি রাজ্য সড়কেও। পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ।

আরও পড়ুন: জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত