০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উর্দু সাংবাদিকতার ২০০ বছর পূর্তি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ মে ২০২২, শনিবার
  • / 101

বৈঠকে রয়েছেন নাদিমূল হক, শাহবুদ্দিন হায়দর, আহমদ হাসান ইমরান, নুজহাত জয়নাব, শুভজিৎ বাগচি, জয়ন্ত ঘোষাল, পারভেজ হাফিজ, হারাধন ভট্টাচার্য (ছবি-খালিদুর রহিম)

পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি উর্দু সংবাদপত্র প্রকাশের ২০০ বছর পূর্ণ হয়েছে। ভারতীয় উপমহাদেশে প্রথম উর্দু সংবাদপত্র প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে। পত্রিকাটির নাম জাম-ই-জাঁহা-নুমা। প্রকাশকাল ছিল ১৮২২ সালের ২৭ মার্চ। এর মালিক ও সম্পাদক দুজনেই ছিলেন অমুসলিম। মালিক ছিলেন হরিহর দত্ত, সম্পাদক ছিলেন মুন্সি…..।   পত্রিকাটি চলেছিল ১৮৮৮ সাল পর্যন্ত।

উর্দু সাংবাদিতার ২০০ বছর পূর্তি উপলক্ষে কলকাতার পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি তিনদিন ব্যাপী একটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। এটি অনুষ্ঠিত হবে ২৪, ২৫ ও ২৬ মে, ২০২২।

আরও পড়ুন: উর্দু  সাংবাদিকতার ২০০ বছর পূর্তি উপলক্ষে সেমিনার গোয়ালপোখরে

শুক্রবার উর্দু অ্যাকাডেমিতে এই অনুষ্ঠানের প্রস্তুতি কমিটি এক বৈঠকে বসেন। এই বৈঠকে যোগ দিয়েছিলেন শহরের কয়েকজন খ্যাতনামা সাংবাদিক ও প্রখ্যাত সমাজকর্মী। এদের মধ্যে ছিলেন উর্দু অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান নাদিমুল হক, জয়ন্ত ঘোষাল, শুভজিৎ বাগচি, আহমদ হাসান ইমরান, ইমরান জাকি, পারভেজ হাফিজ, গাজালা ইয়াসমিন, সাবা ইসমাইল, উর্দু অ্যাকাডেমির ফাংসন কমিটির চেয়ারম্যান এসএম সাহাবউদ্দিন হায়দার, উর্দু অ্যাকাডেমির সেক্রেটারি নুজহাত জয়নাব, হারাধন ভট্টাচার্য প্রমুখ। আলোচনা শেষে ঠিক হয় যেহেতু উর্দু সাংবাদিকতার ২০০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান তাই উর্দু, ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষার সাংবাদিকদের এই অনুষ্ঠানে পু্রস্কৃত করা হবে। এজন্য প্রিন্ট ও ইলেকট্রনিক উভয় মাধ্যমেরই সাংবাদিকদের বেছে নেওয়া হবে।

আরও পড়ুন: পেরুতে ১২০০ বছর আগের মমি উদ্ধার !

আহমদ হাসান ইমরান পরামর্শ দেন, সিপাহী বিদ্রোহে সময় ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে লিখে ‘দিল্লি উর্দু আখবার’-এর সম্পাদক মৌলবী মুহাম্মদ বাকির শহীদ হয়েছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম সাংবাদিক যিনি স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেন। তাঁর নামে অনুষ্ঠানের সময় কোনও সাংবাদিককে পুরস্কৃত করলে ভালো হবে। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু উর্দু ভাষাকে দেশের সংযোগকারী ভাষা মনে করতেন। তাঁর আজাদ-হিন্দ ফৌজের তারানা এবং অন্যান্য ক্ষেত্রে উর্দু ভাষার ব্যাপক ব্যবহার ছিল। তাই ২০০ বছর পূর্তি উপলক্ষে যে স্মারক প্রকাশ হবে তাতে এ সম্পর্কে একটি নিবন্ধ থাকলে ভাল হবে। খুব শীঘ্রই প্রস্তুতি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উর্দু সাংবাদিকতার ২০০ বছর পূর্তি

আপডেট : ৭ মে ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি উর্দু সংবাদপত্র প্রকাশের ২০০ বছর পূর্ণ হয়েছে। ভারতীয় উপমহাদেশে প্রথম উর্দু সংবাদপত্র প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে। পত্রিকাটির নাম জাম-ই-জাঁহা-নুমা। প্রকাশকাল ছিল ১৮২২ সালের ২৭ মার্চ। এর মালিক ও সম্পাদক দুজনেই ছিলেন অমুসলিম। মালিক ছিলেন হরিহর দত্ত, সম্পাদক ছিলেন মুন্সি…..।   পত্রিকাটি চলেছিল ১৮৮৮ সাল পর্যন্ত।

উর্দু সাংবাদিতার ২০০ বছর পূর্তি উপলক্ষে কলকাতার পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি তিনদিন ব্যাপী একটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। এটি অনুষ্ঠিত হবে ২৪, ২৫ ও ২৬ মে, ২০২২।

আরও পড়ুন: উর্দু  সাংবাদিকতার ২০০ বছর পূর্তি উপলক্ষে সেমিনার গোয়ালপোখরে

শুক্রবার উর্দু অ্যাকাডেমিতে এই অনুষ্ঠানের প্রস্তুতি কমিটি এক বৈঠকে বসেন। এই বৈঠকে যোগ দিয়েছিলেন শহরের কয়েকজন খ্যাতনামা সাংবাদিক ও প্রখ্যাত সমাজকর্মী। এদের মধ্যে ছিলেন উর্দু অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান নাদিমুল হক, জয়ন্ত ঘোষাল, শুভজিৎ বাগচি, আহমদ হাসান ইমরান, ইমরান জাকি, পারভেজ হাফিজ, গাজালা ইয়াসমিন, সাবা ইসমাইল, উর্দু অ্যাকাডেমির ফাংসন কমিটির চেয়ারম্যান এসএম সাহাবউদ্দিন হায়দার, উর্দু অ্যাকাডেমির সেক্রেটারি নুজহাত জয়নাব, হারাধন ভট্টাচার্য প্রমুখ। আলোচনা শেষে ঠিক হয় যেহেতু উর্দু সাংবাদিকতার ২০০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান তাই উর্দু, ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষার সাংবাদিকদের এই অনুষ্ঠানে পু্রস্কৃত করা হবে। এজন্য প্রিন্ট ও ইলেকট্রনিক উভয় মাধ্যমেরই সাংবাদিকদের বেছে নেওয়া হবে।

আরও পড়ুন: পেরুতে ১২০০ বছর আগের মমি উদ্ধার !

আহমদ হাসান ইমরান পরামর্শ দেন, সিপাহী বিদ্রোহে সময় ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে লিখে ‘দিল্লি উর্দু আখবার’-এর সম্পাদক মৌলবী মুহাম্মদ বাকির শহীদ হয়েছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম সাংবাদিক যিনি স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেন। তাঁর নামে অনুষ্ঠানের সময় কোনও সাংবাদিককে পুরস্কৃত করলে ভালো হবে। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু উর্দু ভাষাকে দেশের সংযোগকারী ভাষা মনে করতেন। তাঁর আজাদ-হিন্দ ফৌজের তারানা এবং অন্যান্য ক্ষেত্রে উর্দু ভাষার ব্যাপক ব্যবহার ছিল। তাই ২০০ বছর পূর্তি উপলক্ষে যে স্মারক প্রকাশ হবে তাতে এ সম্পর্কে একটি নিবন্ধ থাকলে ভাল হবে। খুব শীঘ্রই প্রস্তুতি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।