০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিন কোটি ১৮ লাখ পতাকা উত্তোলন করা হবে উত্তরপ্রদেশে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্ক:  কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশে ১১ থেকে ১৭ আগস্ট স্বাধীনতা সপ্তাহ পালিত হবে। ‘আজাদি কা অমৃত মহাৎসব’  উপলক্ষে রাজ্য সরকার ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে ‘হর ঘর তিরঙ্গা’  কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি. কিশান রেড্ডির সঙ্গে ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রস্তুতির বিশদ বর্ণনা করেছেন। উত্তরপ্রদেশ জুড়ে তিন কোটি ১৮ লক্ষ পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছেন। যোগী ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আজাদি কা অমৃত মহাৎসব’ এর স্বপ্ন উৎসাহ ও উদ্দীপনার  সঙ্গে পূর্ণ হবে।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

‘হর ঘর তেরঙা’ কর্মসূচির আওতায় রাজ্যে মোট তিন কোটি ১৮ লাখ পতাকা উত্তোলন করা হবে। পতাকাগুলি ৩১ জুলাই, ২০২২ এর মধ্যে বিভিন্ন জেলা সদরে পাঠানো হবে। পতাকা বিতরণ কেন্দ্রগুলির মধ্যে সমস্ত স্কুল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। আবাসিক ভবনে দুই কোটি ৬৮ লাখ পতাকা, সরকারি অফিস, বেসরকারি অফিস ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৫০ লাখ পতাকা উত্তোলন করা হবে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

এছাড়াও কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী ত্রিবর্ণা কর্মসূচি পালিত হবে পূর্ণ জাঁকজমকের সঙ্গে। জানা যায়,  জিইএম পোর্টালের মাধ্যমে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিভাগ দ্বারা দুই কোটি পতাকা সংগ্রহ করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠী, এনজিও, ব্যক্তিগত সেলাই কেন্দ্র ইত্যাদির মাধ্যমে এক কোটি ১৮ লাখ পতাকা তৈরি করা হচ্ছে। এগুলো রাখা হচ্ছে উন্নয়ন ব্লকের দোকানে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

এই কাজের দায়িত্বে থাকবেন প্রধান উন্নয়ন কর্মকর্তা। ব্লক স্তরে বিডিও, গ্রাম পঞ্চায়েত অধিকারী এবং গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম উন্নয়ন আধিকারিককে ইনচার্জ করা হয়েছে। ভিডিও কনফারেন্সের সময়, রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং, মুখ্য সচিব দুর্গা শঙ্কর মিশ্র, কৃষি উৎপাদন কমিশনার মনোজ কুমার সিং, অতিরিক্ত মুখ্য সচিব স্বরাষ্ট্র অবনীশ কুমার অবস্থি, অতিরিক্ত মুখ্য সচিব এমএসএমই এবং তথ্য নবনীত সেহগাল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিন কোটি ১৮ লাখ পতাকা উত্তোলন করা হবে উত্তরপ্রদেশে

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশে ১১ থেকে ১৭ আগস্ট স্বাধীনতা সপ্তাহ পালিত হবে। ‘আজাদি কা অমৃত মহাৎসব’  উপলক্ষে রাজ্য সরকার ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে ‘হর ঘর তিরঙ্গা’  কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি. কিশান রেড্ডির সঙ্গে ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রস্তুতির বিশদ বর্ণনা করেছেন। উত্তরপ্রদেশ জুড়ে তিন কোটি ১৮ লক্ষ পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছেন। যোগী ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আজাদি কা অমৃত মহাৎসব’ এর স্বপ্ন উৎসাহ ও উদ্দীপনার  সঙ্গে পূর্ণ হবে।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

‘হর ঘর তেরঙা’ কর্মসূচির আওতায় রাজ্যে মোট তিন কোটি ১৮ লাখ পতাকা উত্তোলন করা হবে। পতাকাগুলি ৩১ জুলাই, ২০২২ এর মধ্যে বিভিন্ন জেলা সদরে পাঠানো হবে। পতাকা বিতরণ কেন্দ্রগুলির মধ্যে সমস্ত স্কুল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। আবাসিক ভবনে দুই কোটি ৬৮ লাখ পতাকা, সরকারি অফিস, বেসরকারি অফিস ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৫০ লাখ পতাকা উত্তোলন করা হবে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

এছাড়াও কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী ত্রিবর্ণা কর্মসূচি পালিত হবে পূর্ণ জাঁকজমকের সঙ্গে। জানা যায়,  জিইএম পোর্টালের মাধ্যমে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিভাগ দ্বারা দুই কোটি পতাকা সংগ্রহ করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠী, এনজিও, ব্যক্তিগত সেলাই কেন্দ্র ইত্যাদির মাধ্যমে এক কোটি ১৮ লাখ পতাকা তৈরি করা হচ্ছে। এগুলো রাখা হচ্ছে উন্নয়ন ব্লকের দোকানে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

এই কাজের দায়িত্বে থাকবেন প্রধান উন্নয়ন কর্মকর্তা। ব্লক স্তরে বিডিও, গ্রাম পঞ্চায়েত অধিকারী এবং গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম উন্নয়ন আধিকারিককে ইনচার্জ করা হয়েছে। ভিডিও কনফারেন্সের সময়, রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং, মুখ্য সচিব দুর্গা শঙ্কর মিশ্র, কৃষি উৎপাদন কমিশনার মনোজ কুমার সিং, অতিরিক্ত মুখ্য সচিব স্বরাষ্ট্র অবনীশ কুমার অবস্থি, অতিরিক্ত মুখ্য সচিব এমএসএমই এবং তথ্য নবনীত সেহগাল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।