০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ার যুদ্ধে নিহত ৩ লক্ষ সাধারণ মানুষ

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার
  • / 9

পূবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধের প্রথম ১০ বছরে সিরিয়ায় ৩ লক্ষেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। একই সময়ে সিরীয় ক্যাম্পে নির্যাতনে শতাধিক বন্দির মৃত্যুর হয়েছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক দফতর সিরিয়া যুদ্ধ নিয়ে নতুন এই রিপোর্ট প্রকাশ করেছে। ৮টি তথ্যসূত্রের ভিত্তিতে নিহতের পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

 

সুইৎজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংবাদ সম্মেলনে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচলেট বলেন, ‘সাম্প্রতিক বিশ্লেষণ থেকে সিরিয়া যুদ্ধের ব্যাপ্তি ও ভয়াবহতা স্পষ্ট উপলব্ধি করা যায়। ২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে ৩ লক্ষ ৬ হাজার ৮৮৭ জন অসামরিক নাগরিক মারা গিয়েছে, যার প্রভাব তাদের প্রত্যেক পরিবার এবং সম্প্রদায়ের ওপর পড়বে।

 

’ যুদ্ধের প্রভাবে খাবার, পানি কিংবা স্বাস্থ্যসেবা না পেয়ে যাদের মৃতু্য হয়েছে তাদেরকে এ হিসাবে ধরা হয়নি। এই পরিসংখ্যানে নিহত সেনা ও পুলিশ সদস্যেরও অন্তর্ভুক্ত করা হয়নি। দীর্ঘ এই যুদ্ধে প্রতিদিন সিরিয়ায় গড়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৮ জনই শিশু। রাষ্ট্রসংঘ প্রকাশিত প্রতিবদনে বলা হয়, বছরের পর বছর ধরে যুদ্ধরত পক্ষগুলো অসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আন্তর্জাতিক মানবাধিকার নীতিকে সম্মান দেখায়নি।

 

মৃত্যুর আনুমানিক এই পরিসংখ্যানের চেয়ে প্রকৃত মৃত্যু আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে। কারণ এই হিসাবে তাদেরকেই ধরা হয়েছে যারা যুদ্ধে সরাসরি নিহত হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে পরে দেশজুড়ে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এই যুদ্ধে একে একে জড়িয়ে যায় বিভিন্ন পক্ষ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিরিয়ার যুদ্ধে নিহত ৩ লক্ষ সাধারণ মানুষ

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার

পূবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধের প্রথম ১০ বছরে সিরিয়ায় ৩ লক্ষেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। একই সময়ে সিরীয় ক্যাম্পে নির্যাতনে শতাধিক বন্দির মৃত্যুর হয়েছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক দফতর সিরিয়া যুদ্ধ নিয়ে নতুন এই রিপোর্ট প্রকাশ করেছে। ৮টি তথ্যসূত্রের ভিত্তিতে নিহতের পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

 

সুইৎজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংবাদ সম্মেলনে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচলেট বলেন, ‘সাম্প্রতিক বিশ্লেষণ থেকে সিরিয়া যুদ্ধের ব্যাপ্তি ও ভয়াবহতা স্পষ্ট উপলব্ধি করা যায়। ২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে ৩ লক্ষ ৬ হাজার ৮৮৭ জন অসামরিক নাগরিক মারা গিয়েছে, যার প্রভাব তাদের প্রত্যেক পরিবার এবং সম্প্রদায়ের ওপর পড়বে।

 

’ যুদ্ধের প্রভাবে খাবার, পানি কিংবা স্বাস্থ্যসেবা না পেয়ে যাদের মৃতু্য হয়েছে তাদেরকে এ হিসাবে ধরা হয়নি। এই পরিসংখ্যানে নিহত সেনা ও পুলিশ সদস্যেরও অন্তর্ভুক্ত করা হয়নি। দীর্ঘ এই যুদ্ধে প্রতিদিন সিরিয়ায় গড়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৮ জনই শিশু। রাষ্ট্রসংঘ প্রকাশিত প্রতিবদনে বলা হয়, বছরের পর বছর ধরে যুদ্ধরত পক্ষগুলো অসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আন্তর্জাতিক মানবাধিকার নীতিকে সম্মান দেখায়নি।

 

মৃত্যুর আনুমানিক এই পরিসংখ্যানের চেয়ে প্রকৃত মৃত্যু আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে। কারণ এই হিসাবে তাদেরকেই ধরা হয়েছে যারা যুদ্ধে সরাসরি নিহত হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে পরে দেশজুড়ে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এই যুদ্ধে একে একে জড়িয়ে যায় বিভিন্ন পক্ষ।