সোমবার থেকে চালু হল ৩২টি বিমানবন্দর পরিষেবা

- আপডেট : ১২ মে ২০২৫, সোমবার
- / 158
পুবের কলম, ওয়েব ডেস্ক: সোমবার থেকে ভারতের ৩২টি বিমাবন্দর পুনরায় খুলে গেল। ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে ১৫ মে পর্যন্ত উত্তর ও পশ্চিম সীমান্ত বরাবর আকাশসীমা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার থেকে ভারতের ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে। শনিবার নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়ার পর চণ্ডীগড় ও শ্রীনগর-সহ ক্ষতিগ্রস্ত অঞ্চলে বাণিজ্যিক বিমান পরিষেবা পুনরয় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় বিমান কর্তৃপক্ষের নির্দেশে বিমান পরিষেবা পুনরায় চালু হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এরফলে বিমান যানজট কমবে এবং দেশী ও আন্তর্জাতিক উভয় বিমান সংস্থাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রেস বিবৃতিতে জানিয়েছে,
“এটি জানানো হচ্ছে যে ১৫ মে ২০২৫ তারিখের ৫:২৯ মিনিটা পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর এখন তাৎক্ষণিকভাবে বেসামরিক বিমান চলাচলের জন্য চালু করা হয়েছে।নিয়মিত আপডেটের জন্য বিমান সংস্থাগুলির ওয়েবসাইটে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।”
আজ অর্থাৎ সোমবার থেকে পুনরায় চালু হওয়া ৩২টি বিমানবন্দরের তালিকায় রয়েছে অমৃতসর, জয়সলমীর, জামনগর, যোধপুর, আধামপুর, আম্বালা, অবন্তীপুর, বাথিন্ডা, ভুজ, বিকানীর, হালওয়ারা, হিন্দন, জম্মু, কান্দলা, কাংড়া, কেশোদ, কিষাণগড়, কুল্লু মানালি (ভুন্টার), লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট, সারসাওয়া, শিমলা, থোইস এবং উত্তরলাই। শনিবার ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণার পর পাকিস্তানের আকাশসীমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দরও পুনরায় চালু করা হবে।