২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সউদিতে হজ ও উমরাহ যাত্রীদের জন্য ট্রেন চালাবেন ৩২ জন নারী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 50

 

পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরবের রেলওয়ে কোম্পানি ট্রেন চালানোর জন্য ৩২ মহিলা চালককে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে। এই মহিলা চালকদের প্রথমে নির্বাচিত করা হয়। এরপর প্রশিক্ষণ দিয়ে নেওয়া হয় পরীক্ষা।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

এই পরীক্ষায় পাশ করার পর এখন কাজে যোগ দেবেন তাঁরা । এ নারীরা মক্কা থেকে মদিনা ও জেদ্দা লাইনের হারমাইন এক্সপ্রেস প্রজেক্টের ট্রেন চালাবেন। খবর আরব নিউজের।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

 

আরও পড়ুন: ১১ বছর পর সউদিতে আসাদ

হারামাইন এক্সপ্রেস প্রজেক্টের লাইনে পবিত্র নগরী মক্কা ও মদিনায় হাজি ও উমরাহ পালনকারীদের ট্রেন পরিষেবা দেওয়া হয়।
ট্রেন চালানোর মতো রোমাঞ্চকর কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ওই নারী চালকরা। তাদের একজন থারা আলী আল-জাহরানি।

তিনি বলেছেন, গত বছর যখন পলিটেকনিক এই চাকরির বিজ্ঞপ্তি দেয়, আমি আবেদন করার মনস্থির করি। ব্যক্তিগত সাক্ষাৎকার এবং পরীক্ষার পর আমি সউদির নারী ট্রেন চালকদের প্রথম ব্যাচের জন্য নির্বাচিত হই।

থারা আলী আল-জাহরানি জানিয়েছেন, সউদি আরবের সরকার ভিশন-২০৩০ এর কার্যক্রম দেখে নিজ দেশকে সেবা দেওয়ার মানসিকতা তৈরি হয় তার মধ্যে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদিতে হজ ও উমরাহ যাত্রীদের জন্য ট্রেন চালাবেন ৩২ জন নারী

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরবের রেলওয়ে কোম্পানি ট্রেন চালানোর জন্য ৩২ মহিলা চালককে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে। এই মহিলা চালকদের প্রথমে নির্বাচিত করা হয়। এরপর প্রশিক্ষণ দিয়ে নেওয়া হয় পরীক্ষা।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

এই পরীক্ষায় পাশ করার পর এখন কাজে যোগ দেবেন তাঁরা । এ নারীরা মক্কা থেকে মদিনা ও জেদ্দা লাইনের হারমাইন এক্সপ্রেস প্রজেক্টের ট্রেন চালাবেন। খবর আরব নিউজের।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

 

আরও পড়ুন: ১১ বছর পর সউদিতে আসাদ

হারামাইন এক্সপ্রেস প্রজেক্টের লাইনে পবিত্র নগরী মক্কা ও মদিনায় হাজি ও উমরাহ পালনকারীদের ট্রেন পরিষেবা দেওয়া হয়।
ট্রেন চালানোর মতো রোমাঞ্চকর কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ওই নারী চালকরা। তাদের একজন থারা আলী আল-জাহরানি।

তিনি বলেছেন, গত বছর যখন পলিটেকনিক এই চাকরির বিজ্ঞপ্তি দেয়, আমি আবেদন করার মনস্থির করি। ব্যক্তিগত সাক্ষাৎকার এবং পরীক্ষার পর আমি সউদির নারী ট্রেন চালকদের প্রথম ব্যাচের জন্য নির্বাচিত হই।

থারা আলী আল-জাহরানি জানিয়েছেন, সউদি আরবের সরকার ভিশন-২০৩০ এর কার্যক্রম দেখে নিজ দেশকে সেবা দেওয়ার মানসিকতা তৈরি হয় তার মধ্যে।