৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রানাঘাট-কৃষ্ণনগর শাখায় আড়াই দিন বন্ধ ৪৬টি লোকাল ট্রেন, চরম যাত্রী দুর্ভোগের শঙ্কা

চামেলি দাস
  • আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 140

পুবের কলম ওয়েবডেস্ক: শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের সামনে আসছে বড় ভোগান্তির দিন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কালীনারায়ণপুর-শান্তিপুর লাইনে চতুর্থ লাইনের কাজ এবং নন-ইন্টারলকিংয়ের জন্য একটানা ৫৬ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে।

এই কারণে আজ শুক্রবার সকাল ১০টা থেকে আগামী রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাতিল থাকবে মোট ৪৬টি লোকাল ট্রেন। জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের এই কাজের জেরে সবচেয়ে বেশি প্রভাব পড়বে শিয়ালদহ-শান্তিপুর, রানাঘাট-শান্তিপুর এবং রানাঘাট-কৃষ্ণনগর রুটে।

আরও পড়ুন: শনি ও রবি শিয়ালদহ-দমদম শাখায় বাতিল একাধিক লোকাল, ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীর

বাতিল ট্রেনগুলোর তালিকা: শুক্রবার ৩ জোড়া শান্তিপুর লোকাল। শনিবার ৭ জোড়া শিয়ালদহ-শান্তিপুর, ২ জোড়া রানাঘাট-শান্তিপুর, ২ জোড়া রানাঘাট-কৃষ্ণনগর, ১ জোড়া শিয়ালদহ-কৃষ্ণনগর। রবিবার ৪ জোড়া শিয়ালদহ-শান্তিপুর, ২ জোড়া রানাঘাট-শান্তিপুর, ২ জোড়া রানাঘাট-কৃষ্ণনগর। এ ছাড়াও একাধিক ট্রেন অনিয়মিত সময়ে চলবে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: রথযাত্রায় অতিরিক্ত লোকাল ট্রেন চালাচ্ছে রেল, ১০ জুলাই পর্যন্ত চলবে ট্রেনগুলি

এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। অফিসযাত্রী, পরীক্ষার্থী এবং জরুরি কাজে যাতায়াত করা যাত্রীরা এই সময় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। পূর্ব রেলের তরফে যাত্রীদের আগাম পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে। নিত্যযাত্রীদের বক্তব্য, কাজের দিনে এতগুলো ট্রেন বন্ধ থাকলে গন্তব্যে পৌঁছনো খুব কঠিন হবে। বিকল্প ব্যবস্থার কথা ভাবা উচিত রেলের। রেল সূত্রে খবর, কাজ শেষ হওয়ার পর ট্র্যাফিক নিয়মিত হবে এবং পরিষেবা স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন: শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ছুটবে এসি লোকাল

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রানাঘাট-কৃষ্ণনগর শাখায় আড়াই দিন বন্ধ ৪৬টি লোকাল ট্রেন, চরম যাত্রী দুর্ভোগের শঙ্কা

আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের সামনে আসছে বড় ভোগান্তির দিন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কালীনারায়ণপুর-শান্তিপুর লাইনে চতুর্থ লাইনের কাজ এবং নন-ইন্টারলকিংয়ের জন্য একটানা ৫৬ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে।

এই কারণে আজ শুক্রবার সকাল ১০টা থেকে আগামী রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাতিল থাকবে মোট ৪৬টি লোকাল ট্রেন। জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের এই কাজের জেরে সবচেয়ে বেশি প্রভাব পড়বে শিয়ালদহ-শান্তিপুর, রানাঘাট-শান্তিপুর এবং রানাঘাট-কৃষ্ণনগর রুটে।

আরও পড়ুন: শনি ও রবি শিয়ালদহ-দমদম শাখায় বাতিল একাধিক লোকাল, ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীর

বাতিল ট্রেনগুলোর তালিকা: শুক্রবার ৩ জোড়া শান্তিপুর লোকাল। শনিবার ৭ জোড়া শিয়ালদহ-শান্তিপুর, ২ জোড়া রানাঘাট-শান্তিপুর, ২ জোড়া রানাঘাট-কৃষ্ণনগর, ১ জোড়া শিয়ালদহ-কৃষ্ণনগর। রবিবার ৪ জোড়া শিয়ালদহ-শান্তিপুর, ২ জোড়া রানাঘাট-শান্তিপুর, ২ জোড়া রানাঘাট-কৃষ্ণনগর। এ ছাড়াও একাধিক ট্রেন অনিয়মিত সময়ে চলবে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: রথযাত্রায় অতিরিক্ত লোকাল ট্রেন চালাচ্ছে রেল, ১০ জুলাই পর্যন্ত চলবে ট্রেনগুলি

এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। অফিসযাত্রী, পরীক্ষার্থী এবং জরুরি কাজে যাতায়াত করা যাত্রীরা এই সময় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। পূর্ব রেলের তরফে যাত্রীদের আগাম পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে। নিত্যযাত্রীদের বক্তব্য, কাজের দিনে এতগুলো ট্রেন বন্ধ থাকলে গন্তব্যে পৌঁছনো খুব কঠিন হবে। বিকল্প ব্যবস্থার কথা ভাবা উচিত রেলের। রেল সূত্রে খবর, কাজ শেষ হওয়ার পর ট্র্যাফিক নিয়মিত হবে এবং পরিষেবা স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন: শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ছুটবে এসি লোকাল