০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৪৭ বছর পর চাঁদে অভিযান রাশিয়ার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের পর এবার রাশিয়া। শুক্রবার ভোরে চাঁদের উদ্দেশ্যে রওনা দিল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫। রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে সয়ুজ-২ রকেটের মাধ্যমে  চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে এই মহাকাশযান। যানটির ওজন ৮০০ কিলোগ্রাম। ১৯৭৬ সালে শেষ মহাকাশ অভিযান করে রাশিয়া।  চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে লুনা-২৫। মাত্র পাঁচ দিনেই চাঁদে পৌঁছে যাবে এই মহাকাশযান। চাঁদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় চাঁদের কক্ষপথে তিন থেকে সাত দিন প্রদক্ষিণ করবে লুনা-২৫।

 

এরপর চাঁদের দক্ষিণ মেরুতে বোগুস্লাভস্কি গর্তের এক স্থানে অবতরণ করবে লুনা। বোগুস্লাভস্কি-তে না হলে বিকল্প স্থান মানজিনাস এবং পেন্টল্যান্ড গর্তে অবতরণ করানো হতে পারে যানটিকে। চাঁদের মাটি বসবাসযোগ্য কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছে নানা দেশ। সম্প্রতি ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের উদ্দেশ্যে রওনা দেয়। আগামী ২৫ অগস্ট চাঁদে অবতরণ করবে এই মহাকাশযান। প্রায় একই সময়ে দুই দেশের মহাকাশযান অবতরণ করতে চলেছে চাঁদে। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কোনও দেশের মহাকাশযান সফলভাবে অবতরণ করতে পারেনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪৭ বছর পর চাঁদে অভিযান রাশিয়ার

আপডেট : ১১ অগাস্ট ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের পর এবার রাশিয়া। শুক্রবার ভোরে চাঁদের উদ্দেশ্যে রওনা দিল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫। রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে সয়ুজ-২ রকেটের মাধ্যমে  চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে এই মহাকাশযান। যানটির ওজন ৮০০ কিলোগ্রাম। ১৯৭৬ সালে শেষ মহাকাশ অভিযান করে রাশিয়া।  চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে লুনা-২৫। মাত্র পাঁচ দিনেই চাঁদে পৌঁছে যাবে এই মহাকাশযান। চাঁদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় চাঁদের কক্ষপথে তিন থেকে সাত দিন প্রদক্ষিণ করবে লুনা-২৫।

 

এরপর চাঁদের দক্ষিণ মেরুতে বোগুস্লাভস্কি গর্তের এক স্থানে অবতরণ করবে লুনা। বোগুস্লাভস্কি-তে না হলে বিকল্প স্থান মানজিনাস এবং পেন্টল্যান্ড গর্তে অবতরণ করানো হতে পারে যানটিকে। চাঁদের মাটি বসবাসযোগ্য কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছে নানা দেশ। সম্প্রতি ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের উদ্দেশ্যে রওনা দেয়। আগামী ২৫ অগস্ট চাঁদে অবতরণ করবে এই মহাকাশযান। প্রায় একই সময়ে দুই দেশের মহাকাশযান অবতরণ করতে চলেছে চাঁদে। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কোনও দেশের মহাকাশযান সফলভাবে অবতরণ করতে পারেনি।